নন্দীগ্রামে প্রেস ক্লাবের সাতদিনের কর্মসূচি, খাবার বিতরণ

উপজেলা প্রতিনিধি,নন্দীগ্রাম, বগুড়াঃ বগুড়ার নন্দীগ্রাম উপজেলা প্রেস ক্লাবের সাতদিনের কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। প্রথমদিন কর্মজীবী, দরিদ্র, পথচারী, যানবাহনের চালক ও যাত্রীদের মাঝে ইফতার খাবার বিতরণ করা হয়।
শনিবার বিকেলে পৌর শহরের বাসস্ট্যান্ডে বীর মুক্তিযোদ্ধা মরহুম মোসলেম উদ্দিন মার্কেটের সামনে কর্মসূচির উদ্বোধন করেন নন্দীগ্রাম উপজেলা প্রেস ক্লাবের সদস্য সচিব নজরুল ইসলাম দয়া।
প্রেস ক্লাবের আহবায়ক মো. বকুল হোসেনের ব্যবস্থাপনায় রোজাদারদের মধ্যে ইফতার বিতরণ কার্যক্রম করা হয়।
উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের যুগ্ম আহবায়ক রাসেল মাহমুদ, যুগ্ম আহবায়ক এমদাদুল হক, সাংবাদিক তানসেন আলী মন্টু, সালমির ইসলাম, আব্দুল গফুর, নাজমুল হাসান, সুলতান মাহমুদ, তানভির রহমান, নুরুন নবী, মিজানুর রহমান, বগুড়া জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জুলাই ঘোষিত সমন্বয়ক নাজমুল হাসান নেহাল।
সাতদিনের কর্মসূচিতে ধারাবাহিক খাবার বিতরণ, এতিমখানায় ইফতার, ঈদ সামগ্রী বিতরণ এবং ইফতার মাহফিল ঘোষণা করেছে প্রেস ক্লাব।
“সম্পাদক কর্তৃক প্রকাশিত “
Viewed 830 times