বিমানবন্দরে অনুপম খেরকে ধরিয়ে দিতে যা করেন স্ত্রী
ডেস্ক রিপোর্টঃ
বলিউড সিনেমা ইন্ডাস্ট্রিতে প্রায় তিন দশকের কর্মজীবন বর্ষীয়ান অভিনেতা অনুপম খেরের। একবার বিমানবন্দরে তার সঙ্গে ছিলেন স্ত্রী কিরণ খের। তিনি নাকি অভিনেতাকে দেখিয়ে চিৎকার করে বলেছিলেন—দেখুন দেখুন, এই লোকটা ব্যাগে করে চরস নিয়ে যাচ্ছে! সেই সময় কেমন পরিস্থিতি হয়েছিল একবার ভাবুন?
অভিনেতা অনুপম খের এমনিতে মাদকদ্রব্য থেকে দূরে থাকেন। তবে ‘ন্যাশনাল স্কুল অব ড্রামা’তে পড়ার সময় গাঁজা সেবন করতেন তিনি। একবার ভাংও নাকি খেয়েছিলেন। তাতেই বিমানে চেপে উড়ে যাওয়ার অনুভূতি হয়েছিল তার। অনুপম বলেন, যেই দুটো টান দিলাম গাঁজায়, আকাশে দেখছি বিমান উড়ে যাচ্ছে। ততক্ষণ উড়ে যাচ্ছে, যতক্ষণ না পর্যন্ত আমার চোখ ছোট হয়ে আসছে। সেদিনেই আমি যখন গাড়িতে বসি, তখন মনে হচ্ছিল গাড়ি নয়, রাস্তা দৌড়াচ্ছে।
এ বর্ষীয়ান অভিনেতা বরেন, যদিও গাঁজা সেবনের থেকেও ভয়ঙ্কর কাণ্ড নাকি ঘটেছিল ভাং খেয়ে। আমি ও আমার বন্ধুরা ড্রামা স্কুলের ছাদে দাঁড়িয়ে ওয়ার্ডেনকে ধমক দিচ্ছি। বলছি— এখনই সেনা আসবে। তারপরেই হঠাৎ মনে হলো, আমি মরে যাব। আমার বন্ধুদের কাছে কাকুতিমিনতি করি আমাকে বাঁচানোর জন্য। দুবারই নেশা করে যা অবস্থা হয়েছিল, তার পর আর কখনো নেশা না করার প্রতিজ্ঞা করি।
অনুপম যেখানেই যান নিজের ব্যাগে সব সময় ধূপ সঙ্গে নিয়ে যান। তিনি বলেন, একবার সঙ্গে কিরণ ছিলেন। তখনো তাদের বিয়ে হয়নি। বিমানবন্দরে কিরণ সে বার মজার ছলে চিৎকার শুরু করে দেন—দেখুন দেখুন, এই লোকটা চরস নিয়ে যাচ্ছে। অনুপম বলেন, আমি সঙ্গে সঙ্গে ওকে বলি—তোমার কথা শুনে এরা যদি আমাকে ধরে নিয়ে যায়, তোমার সঙ্গে বিয়ে ভেঙে দেব আমি।
Viewed 300 times