বগুড়ার লাহিড়ীপাড়ায় জামায়াতের নির্বাচনী কর্মী সভা ও গণসংযোগ
স্টাফ রিপোর্টারঃ আজ সোমবার বিকেলে বগুড়া সদরের লাহিড়ীপাড়া ইউনিয়ন জামায়াতের গণসংযোগ ও নির্বাচনী কর্মী সভা পাঁচ আউলিয়া মাদরাসা মাঠে ইউনিয়ন আমীর বেলাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। ইউনিয়ন সেক্রেটারী হেলাল উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া শহর আমীর ও বগুড়া সদর-৬ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল। বিশেষ অতিথি ছিলেন শহর সহকারী সেক্রেটারী অধ্যাপক রফিকুল আলম, সমাজসেবা সম্পাদক মাওলানা আব্দুল হামিদ বেগ, মানব সম্পদ সম্পাদক ও ইউনিয়ন নির্বাচন পরিচালক সেলিম রেজা। আরো উপস্থিত ছিলেন মাওলানা ইমরান হোসেন, আব্দুস সোবাহান প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, নির্বাচনী এলাকায় ভোটারদের সাথে কথা বলে জানতে পারছি, জনগন অধীর আগ্রহে বসে আছে দাড়িপাল্লায় ভোট দেওয়ার জন্য। তারা বলছে এখন সময় এসেছে সন্ত্রাস দুর্নীতি চাঁদাবাজ মুক্ত সমাজ গঠন করতে হবে। আপনারাও কুরআনের সমাজ কায়েম করতে ন্যায় ও ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লায় ভোট দিয়ে জয়যুক্ত করুন।
Viewed 2050 times

