December 3, 2025

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

ধানের শীষের পথসভায় সিপার তারেক রহমান বাংলাদেশকে উন্নতির শিখরে নিয়ে যাবেন

আঃওয়াহেদ ফকির,বগুড়াঃ বগুড়া সদর আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ধানের ভোট চেয়ে গণসংযোগ, পথসভায় ও লিফলেট বিতরণ করা হয়। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে উপলক্ষে ২৮ নভেম্বর আজ শুক্রবার বিকালে বগুড়া পৌরসভার ১৫নং ওয়ার্ডের পালশা, চারমাথা, গোদারপাড়া এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ধানের শীষে ভোট চেয়ে মিছিল, গণসংযোগ, লিফলেট বিতরণ পথসভা করেন, জেলা যুবদলের সাবেক সভাপতি ও সাবেক কাউন্সিলর সিপার আল বখতিয়া।

শহর যুবদলের সাবেক সভাপতি ও ১৫নং ওয়ার্ডের সাবেক কাউন্সিল মাসুদ রানা মাসুদের সঞ্চালনায় পথসভায় বক্তব্য রাখেন, জেলা যুবদলের সাবেক সভাপতি সিপার আল বখতিয়া। তিনি বলেন, তারেক রহমান সদর আসনে নির্বাচন করবেন এজন্য আমরা বগুড়া বাসী ধন্য। ১৭ বছর ফ্যাসিস্ট সরকারের আমলে নির্বাচন হয়নি। সাধারণ মানুষ ভোট প্রয়োগ করতে পারেনি। আওয়ামী লীগের আমলে ভোট কক্ষে দেখা গিয়েছে গরু, ছাগল ও কুকুরদের। যারা আওয়ামীলীগ করেছে তারাও ভোটকেন্দ্রে যায় নি কারণ তারাও জানে হাসিনা প্রহসনের নির্বাচন করেছে। খুব দ্রুত সময়ে তারেক রহমান দেশে ফিরবেন। তারেক রহমান বাংলাদেশকে উন্নতির শিখরে নিয়ে যাবেন। বগুড়ার মানুষ সর্বোচ্চ ভোট দিয়ে তারেক রহমানকে নির্বাচিত করবে। পথসভায় তিনি বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশুরোগ মুক্তি কামনায় সবার দোয়া কামনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ফারুকুল ইসলাম ফারুক, সদর উপজেলা যুবদলের সাবেক সভাপতি রাফিউল ইসলাম রুবেল, শান্ত, জিতু, সুলতান, রানা, রাজ্জাক, মমি, রুহুল মান্নান, আকরাম আল আমিন, সিদ্দিক, খোরশেদ, জেমস, আওয়াল, কনক, নাহিদ, তানভির, রাজিব, মোমিন, শফিউল ইসলাম, রেজাউল, রবি, সুমন, পিয়াল, মুস্তাকিম, রাকিব, মমিন, দুদুল, রিকো, মিজানুর রহমান, সেলিম, শহিদ, ফরহাদ, রাসেল, মন্টু, জুয়েল, রাহাত, রাশু, শফিক, নিরব, মেহেদী, সৌরভ, মশিউর রহমান, শামীম প্রমুখ।

Viewed 200 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!