December 3, 2025

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

গণঅধিকার পরিষদ বগুড়া জেলা শাখার নতুন কমিটি অনুমোদনঃপ্রচার ও প্রকাশনা সম্পাদক হলেন আশিকুর রহমান

আঃওয়াহেদ ফকির,বগুড়াঃ গণঅধিকার পরিষদ বগুড়া জেলা শাখার নবগঠিত কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আশিকুর রহমান। গত রবিবার গণঅধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি নুরুল হক ও সাধারণ সম্পাদক রাশেদ খান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বগুড়া জেলা শাখার ৭২ সদস্যের নতুন পূর্ণাঙ্গ কমিটি আগামী ১ বছরের জন্য অনুমোদন দেওয়া হয়।

 

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, নবগঠিত কমিটির মাধ্যমে সংগঠনের সাংগঠনিক শক্তি আরও মজবুত হবে এবং জেলা পর্যায়ে দলীয় কর্মসূচি ও কার্যক্রম নতুন গতিতে এগিয়ে যাবে। কমিটির দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দের মাধ্যমে গণঅধিকার পরিষদের আদর্শ ও লক্ষ্য তৃণমূলে ছড়িয়ে দেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন কেন্দ্রীয় নেতারা।

 

নতুন দায়িত্বপ্রাপ্ত আশিকুর রহমান বলেন, “সংগঠনের আস্থা ও ভালোবাসা আমাকে আরও দায়িত্বশীল হওয়ার অনুপ্রেরণা দেবে। বগুড়ায় গণঅধিকার পরিষদকে শক্তিশালী করতে সর্বোচ্চ চেষ্টা করবো।”

 

স্থানীয় পর্যায়ে নতুন কমিটির ঘোষণায় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ ও উচ্ছ্বাস দেখা গেছে।

Viewed 1500 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!