December 3, 2025

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

‘দেব-শুভশ্রী আলোচনা’ নিয়ে যা বললেন রুক্মিণী

ডেস্ক রিপোর্টঃ

টালিউড অভিনেতা দীপক অধিকারী দেব ও অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলীর পুরোনো সম্পর্ক আলোচনায় আসায় অভিনেত্রী রুক্মিণী মৈত্রকে নিয়ে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে বিতর্ক সৃষ্টি হয়েছিল। সেই সময় দেবের বান্ধবী নীরব থাকেন। অবশেষে সেই নীরবতা ভাঙলেন অভিনেত্রী। দেব-শুভশ্রীকে নিয়ে এসব আলোচনা তৈরির মাধ্যমে তাকে ফাঁদে ফেলার চেষ্টা করা হয়েছিল বলে জানান রুক্মিণী মৈত্র।

সম্প্রতি একটি গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেত্রী সেই পরিস্থিতি নিয়ে কথা বলেন। কীভাবে সেই বিতর্ক তাকে প্রভাবিত করেছিল— এমন প্রশ্নের উত্তরে জানান, এসব তাকে প্রভাবিত করেনি।

রুক্মিণী মৈত্র বলেন, যা রটছে তার সবটাই মিথ্যা। সেই মিথ্যাকে প্রাধান্য দিয়ে মন খারাপ করার কোনো মানে হয় না। তাহলে তো আমি নিজে বোকা হয়ে গেলাম। তিনি বলেন, একটা ট্র্যাপের মধ্যে আমাকে বারবার ফেলার চেষ্টা করা হয়। আর আমি নিজে যদি সেখানে ধরা দিই, তাহলে বোকাটা কে হলো? আমি। সামাজিক মাধ্যমে মন্তব্যের ক্ষেত্রে নিয়ন্ত্রণ তার নিজের হাতেই থাকে বলে জানান রুক্মিণী মৈত্র।

এর আগে চলতি বছরের মাঝামাঝিতে মুক্তি পায় দেব ও শুভশ্রীর প্রায় ১০ বছর আগে শুটিং শেষ হওয়া সিনেমা ‘ধূমকেতু’। প্রযোজনা জটিলতায় এতদিন সেই সিনেমাটি আটকে ছিল। অবশেষে এটি মুক্তি পাওয়ায় দেব-শুভশ্রী জুটির ভক্তদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যায়। তবে সিনেমা মুক্তির আগে থেকেই বিতর্ক শুরু হয় দেব ও শুভশ্রীর একসঙ্গে প্রচারে আসা নিয়ে। শেষ পর্যন্ত তারা একমঞ্চে ট্রেলার লঞ্চ করেন এবং পুরোনো জনপ্রিয় গানে একসঙ্গে পারফর্ম করেন। এরপর তারা মন্দিরেও একসঙ্গে পূজা দেন। সেই ঘটনাগুলোর পরই দেব-শুভশ্রীর পুরোনো প্রেম নিয়ে আলোচনা আবারও তুঙ্গে ওঠে।

ফলে নেটিজেনরা দেব ও শুভশ্রীকে পুনরায় এক হওয়ার পরামর্শ দেন। পাশাপাশি দেবের বর্তমান প্রেমিকা রুক্মিণী মৈত্র এবং শুভশ্রীর স্বামী রাজ চক্রবর্তীকেও নানা কটূক্তির শিকার হতে হয়।

Viewed 150 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!