April 4, 2025

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

বিক্ষোভে উত্তাল তুরস্ক

আমার ভাষা ডেস্ক রিপোর্টঃ তুরস্কের ইস্তান্বুলের মেয়র ও প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগানের প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী একরেম ইমামোগলুকে গ্রেফতার করায় টানা তিনদিন ধরে বিক্ষোভে উত্তাল দেশটি। প্রধান শহরগুলোর রাস্তাঘাট পরিণত হয়েছে জনসমুদ্রে।

বিক্ষোভকারীদের সবার একই ভাষ্য অন্যায়ভাবে ও মিথ্যা অভিযোগে আটক করা হয়েছে মেয়রকে। সেই সঙ্গে তাকে দ্রুত মুক্তি দিতে সরকারের কাছে দাবি জানাচ্ছেন তারা।

দুর্নীতি ও একটি সন্ত্রাসী গোষ্ঠীকে সহায়তাসহ বেশ কিছু অভিযোগে বুধবার ইস্তান্বুলের মেয়র একরেম ইমামোগলুকে গ্রেফতার করে তুর্কি কর্তৃপক্ষ। ইমামোগলুর বিরুদ্ধে ঘুষ লেনদেন, টেন্ডার জালিয়াতি ও অপরাধমূলক সংগঠনের নেতৃত্ব দেওয়ার অভিযোগও রয়েছে।

ইমামোগলুর নামে বিভিন্ন মামলা থাকায় সাত বছরেরও বেশি কারাদণ্ড এবং রাজনৈতিক নিষেধাজ্ঞা আরোপের সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ইমামোগলুকে আটকের পর শহরে চারদিনের জন্য সব ধরনের সভা-সমাবেশে নিষেধাজ্ঞা দেয় ইস্তান্বুলের গভর্নরের কার্যালয়।

বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টি (সিএইচপি) তাদের নেতার গ্রেফতারের নিন্দা জানিয়ে একে তাদের পরবর্তী প্রেসিডেন্টের বিরুদ্ধে অভ্যুত্থানচেষ্টা বলে আখ্যা দেয়। কয়েকদিনের মধ্যেই দুই দশকের বেশি সময় ধরে তুরস্ক শাসন করে আসা এরদোগানের প্রতিদ্বন্দ্বী হিসেবে ইমামোগলুর নাম ঘোষণা করতে যাচ্ছিল দলটি।

এরপরই তুরস্কজুড়ে বিক্ষোভের ডাক দেয় দলটি। সেই ডাকে সাড়া দিয়ে রাস্তায় নেমে আসেন দলের হাজার হাজার নেতাকর্মী ও সমর্থক। ইস্তান্বুলের সিটি হলের বাইরে মানুষ জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করছেন বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টির নেতাকর্মীরা।

এ ছাড়া এ শহরের রাস্তায়, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ও পাতাল রেলস্টেশনেও সরকারবিরোধী স্লোগান শোনা যাচ্ছে। একই চিত্র দেখা যায় আঙ্কারার রাস্তায়ও।

সূত্র :- এএফপির

Viewed 860 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!