April 4, 2025

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

বগুড়ায় কনসার্টের ভেন্যু পরিদর্শন স্বৈরাচারী শেখ হাসিনার সময় ভারতীয় শিল্পীরা বাংলাদেশে আধিপত্য বিস্তার করেছে-আতিকুর রহমান রুমন

স্টাফ রিপোর্টারঃ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বগুড়ায় কনসার্টের ভেন্যু পরিদর্শন করেন সবার আগে বাংলাদেশের প্রতিনিধি দল। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আগামী ১১এপ্রিল অনুষ্ঠিতব্য ‘সবার আগে বাংলাদেশ’ আয়োজিত সর্বজনীনভাবে উদযাপনের কনসার্টের ভেন্যু শুক্রবার সকাল সাড়ে ১০ টায় প্রথমে ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠ এবং ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান সরকারি আজিজুল হক কলেজ খেলার মাঠ পরিদর্শনে করেন সংগঠনটির একটি প্রতিনিধি দল। এতে উপস্থিত ছিলেন সবার আগে বাংলাদেশ এর প্রতিনিধি দলের সদস্য সিনিয়র সাংবাদিক আতিকুর রহমান রুমন, বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, সাংগঠনিক সম্পাদক শহীদ উন নবী সালাম, সৈয়দ আমিনুল হক দেওয়ান সজল, নূর মোহাম্মদ রিপন, বিএনপি মিডিয়া সেল রাজশাহী ও রংপুর বিভাগীয় কো-অডিনেটর সিনিয়র সাংবাদিক কালাম আজাদ, জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান সরকার। ভেন্যু পরিদর্শনকালে সবার আগে বাংলাদেশ এর প্রতিনিধি দলের সদস্য সিনিয়র সাংবাদিক আতিকুর রহমান রুমন সাংবাদিকদের বলেন, আমরা ২৪ এর আন্দোলনে বাক স্বাধীনতা পেয়েছি। বাকস্বাধীনতা পাওয়ার পর আমরা দেখতে পেলাম কেউ কেউ বাংলাদেশের বুকে বিজাতীয় সংস্কৃতি পরিবেশন করছেন। বাংলাদেশে একটি কনসার্ট হয়েছে সেখানে পাকিস্তানি সংগীত শিল্পী এসে গান গেয়েছে। স্বৈরাচারী শেখ হাসিনার সময় ভারতীয় শিল্পীরা বাংলাদেশে আধিপত্য বিস্তার করেছে। আমাদের বাংলাদেশী শিল্পীরা কোণঠাস হয়ে পড়ছে, বাংলাদেশের সংস্কৃতিকে এগিয়ে নিতে পারছে না। ঠিক সেই মুহূর্তেই আমরা, বাংলাদেশের ব্যান্ড সংগীত থেকে শুরু করে লোকাল, দেশাত্মবোধক সহ সকল শিল্পী কে নিয়ে সবার আগে বাংলাদেশ এই সংগঠন কে তৈরি করি। এই সংগঠনের কাজ বাংলাদেশের সংগীত শিল্প ও ঐতিহ্যকে এগিয়ে নেওয়ার জন্য। সবার আগে বাংলাদেশ এই সংগঠনটি ঢাকায় একটি সফল অনুষ্ঠান করেছে, সেখানে প্রায় কোটি মানুষের সংমিশ্রণ হয়েছিল। আমাদের ঢাকা সেই অনুষ্ঠানটি প্রায় অনলাইনে দুই কোটির অধিক মানুষ দেখেছে সারা বিশ্বে। তারই অংশ হিসেবে বাংলাদেশের চারটি জায়গায় একসাথে একইভাবে একই রকম অনুষ্ঠানের প্রস্তুতি চলছে। ঢাকা, চট্টগ্রাম, খুলনা এবং রাজশাহী ও রংপুর বিভাগ মিলে বগুড়ায়। কনসার্টে ঢাকার সঙ্গীত শিল্পী, রাজশাহী এবং রংপুর অঞ্চলের শিল্পী, কৌতুক অভিনেতা,আবৃত্তিকার থাকবে। রাজশাহী ও রংপুর অঞ্চলের কনসার্ট টিমের প্রধান সাবেক মন্ত্রী আসাদুল হাবিব দুলু। অনুষ্ঠানটির সার্বিক নিরাপত্তার জন্য বগুড়া জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপারকে লিখিতভাবে জানানো হয়েছে। পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা বাহিনী থাকবে। অনুষ্ঠানের আশেপাশে পুরো এলাকায় সিসিটিভি আওতায় থাকবে। সবার আগে বাংলাদেশ সংগঠনের নিজস্ব সিকিউরিটি থাকবে প্রায় চার শতাধিক। আমরা আশা করছি এই অনুষ্ঠানটি সফল হবে বিশৃঙ্খলা ছাড়াই।

Viewed 750 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!