সাংবাদিকতা ও মিডিয়ার সেরাদের অ্যাওয়ার্ড দেবে ডিজিটাল মিডিয়া ফোরাম

ডেস্ক রিপোর্ট : সাংবাদিকতা ও মিডিয়ায় অবদানের স্বীকৃতিস্বরূপ দ্বিতীয়বারের মতো আয়োজন করতে যাচ্ছে ‘ডিজিটাল মিডিয়া এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৫’। আগামী ২৫ অক্টোবর (শনিবার) রাজধানীতে আয়োজিত অনুষ্ঠানে ১৯টি ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হবে।
সংবাদ সম্মেলনে মো. দেলোয়ার হোসেন বলেন, নতুন প্রজন্মকে ডিজিটাল সাংবাদিকতা ও ইনোভেশনে উৎসাহিত করা, গণমাধ্যমকে যুগের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করে এগিয়ে নেওয়া এবং সমাজে ইতিবাচক অবদান রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে স্বীকৃতি দেওয়াই এ আয়োজনের মূল লক্ষ্য। অনলাইন ও ডিজিটাল প্ল্যাটফর্মে কর্মরত সাংবাদিকদের সম্মাননা প্রদানের মাধ্যমে আমরা সাংবাদিকতা পেশাকে আরও শক্তিশালী করতে চাই এবং বাংলাদেশের ডিজিটাল মিডিয়ার সম্ভাবনাকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরতে চাই।
তিনি আরও জানান, সাংবাদিকদের কাছ থেকে ৩ অক্টোবর থেকে ১৫ অক্টোবর রাত ১২টা পর্যন্ত রিপোর্ট ও ডিজিটাল কনটেন্ট লিংক আহ্বান করা হবে। প্রধান অনুষ্ঠান ২৫ অক্টোবর (শনিবার) অনুষ্ঠিত হবে।
আবেদনের লিংক: www.dmfbd.com
ডিজিটাল মিডিয়া ফোরাম (ডিএমএফ) ২০২৩ সালের ১৭ জুন আনুষ্ঠানিক যাত্রা শুরু করে। বর্তমানে এটি দেশের ডিজিটাল সাংবাদিক ও মিডিয়া পেশাজীবীদের একটি অভিন্ন প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে এবং তার তৃতীয় বর্ষে পদার্পণ করেছে।
পুরস্কারের ক্যাটাগরি (২০২৫)
১. সেরা ইনভেস্টিগেটিভ রিপোর্ট (ডিজিটাল)
২. সেরা বিজনেস রিপোর্টিং (ডিজিটাল)
৩. সেরা ফিচার/স্টোরিটেলিং
৪. সেরা করপোরেট ডিজিটাল কমিউনিকেশনস টিম
৫. সেরা ডিজিটাল ব্র্যান্ড ক্যাম্পেইন
৬. সেরা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার (ইতিবাচক অবদান)
৭. উদীয়মান ডিজিটাল সাংবাদিক (Emerging Journalist)
৮. ডিজিটাল ইনোভেশন অ্যাওয়ার্ড
৯. লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড
১০. জুরি স্পেশাল অ্যাওয়ার্ড
১১. অনুসন্ধানী সাংবাদিকতা
১২. প্রযুক্তি সাংবাদিকতা
১৩. মফস্বল সাংবাদিকতা
১৪. আলোচিত সংবাদ
১৫. সমাজে প্রভাব (Impact on Society)
১৬. প্রবাস সাংবাদিকতা
১৭. মাল্টিমিডিয়া কনটেন্ট
১৮. ক্রীড়া সাংবাদিকতা
১৯. বিনোদন সাংবাদিকতা
Viewed 100 times