বিসিবি নির্বাচনে ক্রীড়া উপদেষ্টা হস্তক্ষেপ করছেন কিনা, যা বলছেন বুলবুল

ডেস্ক রিপোর্ট : বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন নিয়ে ব্যাপক নাটকীয়তা তৈরি হয়েছে। কোন ক্লাবগুলোর কাউন্সিলররা চূড়ান্তভাবে নির্বাচনে ভোট দিতে পারবেন, সে বিষয়ে আদালতের মাধ্যমে ফয়সালা এসেছে ভোটের আগের দিন। এদিকে ‘নোংরামির’ অভিযোগ তুলে তামিম ইকবালসহ একাধিক ক্লাবের কাউন্সিলররা নির্বাচন বয়কটের ঘোষণা দিয়েছেন।
এদিকে তামিম ইকবাল সরাসরি আঙুল তুলেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার দিকে। উপদেষ্টা সুষ্ঠু নির্বাচনের আশ্বাস দিলেও পক্ষপাত হচ্ছে বলে অভিযোগ করেছিলেন তামিম। তাই বিসিবি সভাপতিকে সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন, উপদেষ্টা কি সত্যিই নির্বাচনে প্রভাব বিস্তার করছেন?
এ প্রশ্নে বুলবুলের জবাব, ‘শুধু সুষ্ঠু নির্বাচন না, (উপদেষ্টা) চেষ্টা করেছেন যেন ভালো বোর্ড তৈরি করতে পারি। এখানে আমার কাছে প্রভাবের কিছুই মনে হয়নি।’
এদিকে আগামীকালের নির্বাচনে কে তাকে ভোট দিলেন বা ভোট দিলেন না, সে ব্যাপারে তার কিছু যায় আসে না বলে জানিয়ে বিসিবি সভাপতি বলেন, ‘বাংলাদেশ ক্রিকেটের জন্য আমার চালিয়ে যাওয়া উচিত বলে আমি মনে করি। আমাকে যারা ভোট দিচ্ছেন বা দিচ্ছেন না, কেউ যদি মনে করেন আমি যোগ্য না, যেকোনো সময় চলে যাব।’
Viewed 100 times