April 18, 2025

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

বগুড়ায় আর্মি, র‍্যাব, ডিজিএফআই এর পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে র‍্যাবের জালে আটকে গেল তিন প্রতারক

স্টাফ রিপোর্টারঃ মামলার বাদি রঞ্জু মিয়া, পিতা-মোঃ আজগর আলী, সাং-জাওলী, থানা-গাবতলী। আসামী আরমান আলী (৩৮), পিতা মোঃ ইদ্রিস আলী, বালিয়াদিঘী ইউনিয়নের মালিয়ানডাঙ্গা গ্রামের মামুন হোসেন তালুকদার (৩৭), পিতা মোঃ মানিক তালুকদার, সাং-সূর্যশাশা, থানা-নলছিটি, ঝালকাঠি, মোঃ মোয়াদেম হোসেন (৪৫), পিতা মৃতঃ আফজাল হোসেন, গ্রাম গজারিয়া সোনারায়, গাবতলী। অজ্ঞাত নামা ৩-৪ জন এর বিরুদ্ধে মামলা দায়ের একজন রং মিস্ত্রি। গত শুক্রবার দুপুরে আনুমানিক সারে ১২ টায় আসামীদের মধ্যে একজন এই নাম্বারে ০৯৬৩৮২৬৪৫৪৯ আমার ভাই লাল মিয়া মোবাইল নম্বর ০১৭২৪-৬২৮৯০৬ এ ফোন করে বলে আমি বগুড়া র‍্যাব অফিস থেকে বলছি আপনার নামে একটি অভিযোগ রয়েছে। আপনার বাসায় অভিযান করব। আপনি আমার সঙ্গে দ্রুত দেখা করেন। লাল মিয়া বলে আমি কোন অপরাধী নই। কিছুক্ষণ পর আসামি মোয়াজ্জেম হোসেন (৪৫) এর ব্যাবহৃত মোবাইল থেকে লাল মিয়ার মোবাইলে ফোন আসে। গ্রেফতারকৃত মোয়াজ্জেম হোসেন (৪৫) এর ব্যাবহাত মোবাইলে কথা বলি। সোহেল তোমার কোন ক্ষতি হোক আমি চাইনা। র‍্যাব তোমাদের বাড়ি অভিযান করবে। বাঁচতে চাইলে এক লক্ষ্য টাকা চাঁদা দাবী করে আরো বলে আগামীকাল টাকা নিয়ে র‍্যাব অফিসের সামনে দেখা বলে। তাৎক্ষণিকভাবে ঘটনাটি র‍্যাবকে জানানো হয়। এ ঘটনায় শুক্রবার সকাল ৯ টায় মোয়াজ্জেম হোসেন (৪৫) এর ব্যাবহৃত মোবাইল থেকে আমার মোবাইলে কল করে বলে কলোনি শিক্ষা অফিসের সামনে আসতে বলে। বিষয়টি র‍্যাব অফিসে জানানো হয়। সকাল ১০ টায় কোলনী জেলা শিক্ষা অফিসের সামনে থেকে আসামী মোঃ মোয়াজ্জেম হোসেন (৪৫) সহ অপর আসামীদসহ অজ্ঞাত নামা আসামী আমার নিকট টাকা দাবি করে পরে বগুড়া, র‍্যাব-১২ গণের একটি টহল দল আসামীদের আটক করে। ৩/৪ জন অজ্ঞাত নামা আসামী পালিয়ে যায়। ব‍্যাবের টহল দলের কমান্ডার মোঃ মজিবর রহমান ধৃত আসামীদের হেফাজতে নেয়। আসামী আরমান আলী (৩৮) এর পরিহিত প্যান্টের ডান পকেটে একটি ছবি সংযুক্ত ডিজিএফআই এর ভুয়া পরিচয়পত্র যার আইডি নং-023380 সহ অন্যান্য লেখা আছে, একটি পুরাতন ব্যবহৃত Oneplus 7pro মডেলের এন্ড্রয়েড মোবাইল, যাহার সহিত ১টি সিমকার্ড একটি মোবাইল ২ টি সিমকার্ড বাম পকেট থেকে দুই হাজার নয়শত টাকা, মামুন হোসেন তালুকদার (৩৭) এর কাছ থেকে সেনাবাহিনীর ভুয়া অস্থায়ী পরিচয়পত্র, ল্যান্স কর্পোরাল মামুন তালুকদার লেখাসহ অন্যান্য লেখা আছে, ১টি মোবাইল, ২ টি সিমকার্ড পর প্যান্টের বাম পকেট থেকে (তিন শত) টাকা, মোঃ মোয়াজ্জেম হোসেন (৪৫) এর কাছ থেকে ১টি বাটন মোবাইল, ২ টি সিমকার্ড আসামীদের ব্যাবহৃত একটি কাল রং এর পুরাতন রেজিঃ বিহীন Suzuki Gixxer মটরসাইকেল, যার ইঞ্জিন নং-BGA1-842347, চেচিস নং- ED13F-114696 আলামত গুলো।

আজ শুক্রবার সাড়ে ১০ টায় জব্দ তালিকা প্রস্তুত করা হয়। সাক্ষীদের সামনে র‍্যাবের জিজ্ঞাসাবাদে জানা যায়, আরমান আলী (৩৮), মোঃ মামুন হোসেন তালুকদার (৩৭), চাকুরীচ্যুত সেনাবাহিনীর সদস্য। আসামীগণসহ অজ্ঞাত নামা ৩-৪ জন এর একটি দল আর্মি, র‍্যাব, ডিজিএফআই এর পরিচয় দিয়ে বিভিন্ন ভাবে প্রতারণাসহ চাঁদাবাজি করে। অন্যান্য পলাতক অজ্ঞাত নামা আসামীদের অনুসন্ধানসহ গ্রেফতারের জন্য বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করার পর মামলা দায়ের করা হয়।

Viewed 160 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!