বগুড়ায় তিন শিয়ানের দুই দিনের রিমান্ড মঞ্জুর
নিজেস্ব প্রতিবেদকঃ বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে বগুড়া শহরে শিক্ষক সেলিম হোসেন হত্যা মামলায় আওয়ামীলীগ নেতা সফিক ও যুবলীগ নেতা আলহাজ শেখসহ তিন আসামির ২ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। আজ বৃহস্পতিবার বগুড়ার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এ এস এম তাসকিনুল হক রিমান্ডের আবেদন শুনানী শেষে তাদের রিমান্ড মঞ্জুর করেন। সেই সঙ্গে হাজতি আসামি আবু সুফিয়ান সফিক’র পক্ষে জামিনের আবেদন নামঞ্জুর করা হয়েছে।
হাজতি আসামিরা হলো, বগুড়া সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক (৫৫), জেলা যুবলীগের সহ সভাপতি ও বগুড়া পৌরসভার ৯ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও প্যানেল মেয়র-২ আলহাজ শেখ (৫০) এবং শাজাহানপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক, মাঝিড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নুরুজ্জামান (৪০)। মামলার তদন্তকারী কর্মকর্তা জেলা গোয়েন্দা শাখার (ডিবি’) এস আই মোঃ আবু জাফর জিজ্ঞাসাবাদের ৭ দিনের রিমান্ডের আবেদন করেন।
মামলা সূত্রে জানা গেছে, বগুড়া শিবগঞ্জ উপজেলার পালিকান্দা গ্রামের মৃত সোলায়মান আলীর পুত্র বর্তমানে শহরতলির ইসলাপুর হরিগাড়ীতে বসবাসকারী মোঃ সেকেন্দর আলী কর্তৃক গত ১৬ আগস্ট সাবেক প্রধান মন্ত্রী শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক সাবেক সড়ক ও সেতু মন্ত্রী মোঃ ওবায়দুল কাদের, জেলা আওয়ামীলীগে সভাপতি মোঃ মজিবর রহমান মজনু ও সাধারণ সম্পাদক রাগিবুল হাসান রিপুসহ ১০১ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা ৩শ’ হতে সাড়ে ৩শ’ আসামি উল্লেখ করে এই মামলা দায়ের করের। মামলার অভিযোগে উল্লেখ করেন যে, তার ছেলে সেলিম হোসেন (৩৫) কাহালুর উপজেলার মুড়ইল লাইট হাউজ স্কুলের একজন সহকারী শিক্ষক ছিলেন। তার ছেলে সেলিম হোসেন বৈশম্যবিরোধী আন্দোলনের সময় ৪ আগস্ট বেলা ৩ টার সময় শহরের সাতমাথা স্টেশন রোডে আইএফআইসি ব্যাংকের কাছে ছাত্র জনতার মিছিলে যায়। এসময় এই মামলার আসামি সাবেক প্রধান মন্ত্রী শেখ হাসিনা এবং সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের হুকুমে আসামিরা হামলা চালিয়ে ককটেল বিস্ফেরন, পেট্রোল বোমা নিক্ষেপ সহ ধারালো অস্ত্রের আঘাতে ও মারপিট করে সেলিম হোসেনকে ঘটনাস্থলে হত্যা করে পালিয়ে যায়।
Viewed 140 times