বগুড়ায় ৬ হাজার কেজি অবৈধ নিষিদ্ধ পলিথিন উদ্ধার গ্রেফতারঃ০১

স্টাফ রিপোর্টারঃ গত রবিবার ১৭ আগস্ট রাতে ডিবি পুলিশ বগুড়া শহরের কালীতলা কলেজ রোড এর ভান্ডারী পাইপ ফ্যাক্টিরির দক্ষীণ পার্শ্বে জনৈক হেলাল উদ্দিনের ভাড়াকৃত একটি গোডাউনে বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনা করে উক্ত গোডাউনে ৭৫টি বস্তায় মোট আনুমানিক ৬ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেন। ঐ সময় বাংলাদেশ সরকার কর্তৃক নিষিদ্ধ পলিথিন ব্যাগ বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ করায় উক্ত গোডাউনের ম্যানেজার মোঃ রফিকুল ইসলাম (৪০), পিতা মৃত জাবেদ আলী, সাং নাটাইপাড়া (পূর্ব পাড়া), বগুড়াকে গ্রেফতার করা হয়। উক্ত ঘটনায় গ্রেফতারকৃত আসামী রফিকুল ইসলাম ও নিষিদ্ধ পলিথিন ব্যবসার মূল হোতা পলাতক আসামী ঢাকা থেকে বগুড়ায় ব্যবসায়ীদের গোডাউন পর্যন্ত নিজ দায়িত্বে পলিথিন পৌঁছে দেন এই মুরাদ, মুরাদসহ অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামি রফিকুল ইসলামকে সোমবার আদালতে প্রেরণ করা হয়।পলাতক আসামীকে গ্রেফতারর চেষ্টা মামলা তদন্ত অব্যাহত আছে।
Viewed 750 times