বগুড়া কাহালুর মন্টু হত্যা মামলার আসামি রজত ও জিয়ারুল গ্রেফতার
স্টাফ রিপোর্ট:বগুড়া গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া কাহালু থানার মামলা নং-১১ তারিখ-২৭/০৮/২০২৪ ধারা ১৪৩/৩৪১/৩২৩/৩২৫/৩২৬/৩০৭/৫০৬/১১৪ দঃ বিঃ (সংযুক্ত -৩০২) জমিজমা এবং পূর্বশত্রুতার জের ধরে সংঘঠিত চাঞ্চল্যকর মঞ্জুরুল হক মন্টু (৫৮) হত্যা মামলার এজাহার নামীয় ৩ নং পলাতক মোঃ রজব আলী (৪৮) ও ৪ নং আসামী মোঃ জিয়ারুল ইসলাম (৪০), ডিএমপি ঢাকার উত্তরা পূর্ব থানাধীন ৮নং সেক্টর মালেকা বানু আদর্শ বিদ্যা নিকেতন এলাকায় অবস্থান করছে। এরই ধারাবাহিকতায় অধিনায়ক র্যাব-১২ মোঃ আতিকুর রহমান মিয়া, পিপিএম, অতিরিক্ত ডিআইজি এর দিকনির্দেশনায় র্যাব সদর দপ্তর ইন্ট উইং এর সহযোগিতায় গত শনিবার র্যাব-১২, সিপিএসসি, বগুড়া ও র্যাব-১, সিপিসি-২, উত্তরা ঢাকা যৌথ অভিযান পরিচালনা করে ডিএমপি ঢাকার উত্তরা পূর্ব থানাধীন ৮নং সেক্টর মালেকা বানু আদর্শ বিদ্যা নিকেতন এর সামনে থেকে হত্যা মামলার এজাহার নামীয় পলাতক ৩নং আসামী মোঃ রজব আলী সরকার (৪৮), পিতা-মৃত রিয়াজ উদ্দিন সরকার, সাং-পোয়ালগাছা, থানা-শাহজাহানপুর এবং ৪নং আসামী মোঃ জিয়াউল হক (৪০), পিতা-মৃত গোলাম হোসেন, সাং-জামগ্রাম, থানা-কাহালু, উভয় জেলা-বগুড়াদ্বয়কে গ্রেফতার। গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য কাহালু থানায় হস্তান্তর করা হয়।
Viewed 220 times