জাতীয় অনলাইন প্রেসক্লাব সারিয়াকান্দি উপজেলা শাখার নির্বাচনী ফলাফল ঘোষণা অনুষ্ঠান
- স্টাফ রিপোর্টারঃ নতুন কমিটিতে মোঃ রহিদুর রহমান মিলন কে সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া, সহ-সভাপতি পদে সুমন কুমার সাহা, সাধারণ সম্পাদক পদে মোঃ আব্দুল ওয়াহেদ, যুগ্য সাধারণ সম্পাদক পদে মোঃ সামিউল ইসলাম, দপ্তর সম্পাদক পদে মোঃ হেদায়েতুল ইসলাম লিটন এবং কোষাধ্যক্ষ পদে মোঃ মনিরুজ্জামান জাহিদ এ ৬ জন কে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেন বগুড়া জেলা অনলাইন প্রেসক্লাবের নির্বাচন পরিচালনা কমিটি।
১৫ই ফেব্রুয়ারি শনিবার ২.৩০ ঘটিকায় সারিয়াকান্দির অনলাইন প্রেসক্লাবের নিজস্ব কার্যালয়ে জাতীয় অনলাইন প্রেস ক্লাব বগুড়া জেলা শাখার সভাপতি মাকসুদ আলম হাওলাদারের সভাপতিত্বে, সারিয়াকান্দি অনলাইন প্রেস ক্লাবের সদস্য রাশেদ মিয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহসিন ইসলাম রাজু প্রধান নির্বাচন কমিশনার।
এ সময় বিশেষ অতিথি হিসেবে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহকারি মহাসচিব মির্জা সেলিম রেজা সম্পাদক দৈনিক যুক্ত বার্তা।
আরো বক্তব্য রাখেন নির্বাচন পরিচালনা পর্ষদের সহকারী নির্বাচন কমিশনার ও শিবগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সাধারন সম্পাদক রবিউল ইসলাম রবি,জেলা অনলাইন প্রেসক্লাবের দপ্তর সম্পাদক সাফায়েত সজল,জেলা অনলাইন প্রেসক্লাবের সদস্য রসুল খন্দকার প্রমুখ।
নতুন সভাপতি মোঃ রহিদুর রহমান মিলন গনমাধ্যমকে বলেন, “আমাদের প্রধান লক্ষ্য হলো, *সরিয়াকান্দি জাতীয় অনলাইন প্রেস ক্লাব-কে একটি শক্তিশালী, সুশৃঙ্খল এবং প্রফেশনাল প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলা। আমরা একসাথে কাজ করব, যাতে সাংবাদিকতার মান উন্নত হয় এবং এলাকার জনগণের কাছে আমরা আরও কার্যকর ভূমিকা রাখতে পারি।
নতুন কমিটি আশা করছে, তাদের নেতৃত্বে সরিয়াকান্দি জাতীয় অনলাইন প্রেস ক্লাব নতুন দিগন্তে পৌঁছাবে এবং সাংবাদিকতার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বগুড়ার সরিয়াকান্দি উপজেলার সরিয়াকান্দি জাতীয় অনলাইন প্রেস ক্লাব নতুন আঙ্গিকে সাজানোর প্রত্যয়ে নবনিযুক্ত কমিটি ঘোষণা কর হয়েছে।
Viewed 80 times