কুড়িগ্রামের বেলাল ও লালমনিরহাটের রফিকুল বগুড়ায় ৯ কেজি গাঁজাসহ গ্রেফতার

স্টাফ রিপোর্টারঃ বগুড়া শিবগঞ্জ উপজেলার মোকামতলা ইউনিয়নের রংপুর টু ঢাকা গামী মহাসড়কের উপর থেকে আজ বৃহস্পতিবার ৯ কেজি গাঁজা, ১টি পিকআপ ২ জন গাঁজা ব্যবসায়ীকে মোকামতলা ফারি পুলিশ গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত আসামিরা হলেন, বেলাল হোসেন (৫৫), পিতা মৃত নছর উদ্দিন ব্যাপারী, সাং মনারকুটি, থানা-রাজারহাট, জেলা-কুড়িগ্রাম, মো: রফিকুল ইসলাম (৪৮), পিতা মৃত আবু তালেব, সাং কিং বিদ্যাবাগিস, থানা-লালমনিরহাট সদর, জেলা-লালমনিরহাট। এ বিষয়ে শিবগঞ্জ থানায় মামলার প্রস্তুতি চলছে।
Viewed 80 times