শেরপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শেরপুরে বিএনপির নির্বাচনে প্রচার বহরে হামলার ঘটনায় আড়িয়া রহিমাবাদ উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক আব্দুল্লাহ আল মোনায়েম কে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (২রা জুলাই) রাত ৯টার দিকে শাজাহানপুর উপজেলার আড়িয়া বাজার এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মোনায়েম শেরপুর উপজেলার খামারকান্দি ইউনিয়নের পার-ভবানীপুর গ্রামের পূর্ব পাড়ার মৃত ইসাহাক আলীর ছেলে।
থানা সুত্রে জানা যায়, ২০১৮ সালের ২৪ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়ার (শেরপুর- ধুনট) আসনের বিএনপির দলীয় প্রার্থী গোলাম মো. সিরাজের দলীয় ধানের শীষ প্রতীকের নির্বাচনী প্রচারণার গাড়ির বহরের উপর অতর্কিত হামলার ঘটনা ঘটে।
এ ঘটনায় কুসুম্বী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক গোলাপ মোস্তফা গোলাপ গত বছরের ১৫ নভেম্বর রাতে নামীয় ৭৪ জন এবং অজ্ঞাত ৬০ জনকে অভিযুক্ত করে বিস্ফোরণ দ্রব্য আইনে একটি মামলা দায়ের করেন।
দায়েরকৃত ওই মামলায় ৪৯ নং আসামি ছিলেন মোনায়েম।
শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মঈন উদ্দিন জানান, প্রধান শিক্ষক মোনয়েমের বিরুদ্ধে বিস্ফোরণ দ্রব্য আইনে মামলা ছিল। ওই মামলায় ওয়ারেন্টমূলে তাকে গ্রেফতার করা হয়েছে।