April 4, 2025

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

ফিলিস্তিনিদের গাজায় ফেরার অধিকার দেওয়া হবে না: ট্রাম্প

ডেস্ক রিপোর্টঃযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তাঁর গাজা নিয়ন্ত্রণের পরিকল্পনার অধীনে ফিলিস্তিনিদের উপত্যকাটিতে ফেরার কোনো অধিকার দেওয়া হবে না। আজ সোমবার মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি।

গাজা উপত্যকাটি যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে নেওয়ার পরিকল্পনার কথা কয়েক দিন ধরেই বলছেন ট্রাম্প। ওই পরিকল্পনা নাকচ করে দিয়েছে আরব দেশগুলো। আজ সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, তিনি এই উপত্যকার মালিকানা নিয়ে নেবেন। আর গাজার বাইরে ফিলিস্তিনিদের বসবাসের জন্য আলাদা ছয়টি জায়গা থাকবে।

সাক্ষাৎকারে ট্রাম্পকে প্রশ্ন করা হয়, গাজায় ফিলিস্তিনিরা ফেরার অধিকার পাবেন কি না। জবাবে তিনি বলেন, ‘না, তাঁরা পাবেন না। কারণ, তাঁদের আরও ভালো থাকার জায়গা পেতে যাচ্ছেন। অন্য ভাষায় বলতে গেলে, আমি তাঁদের জন্য একটি স্থায়ী জায়গা গড়ে তোলার কথা বলছি। কারণ, এখন যদি তাদের ফিরতে হয়, তাহলে কয়েক বছর লেগে যাবে…এটা (গাজা) বসবাসযোগ্য নয়।’

গাজা পরিকল্পনার কথা ট্রাম্প প্রথম সামনে আনেন গত মঙ্গলবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে একটি যৌথ সংবাদ সম্মেলনের সময়। তিনি গাজা থেকে ফিলিস্তিনিদের মিসর ও জর্ডানে সরিয়ে নেওয়ার কথা বলেন। তবে ট্রাম্পের ওই পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে দেশ দুটি।

সাক্ষাৎকারে ট্রাম্পের ভাষ্যমতে, গাজার ২০ লাখের বেশি ফিলিস্তিনির জন্য তিনি সুন্দর এলাকা গড়ে তুলবেন। গাজা থেকে কিছুটা দূরে এই এলাকাগুলো নিরাপদ হবে। এলাকাগুলো গড়ে তোলার সময় গাজার নিয়ন্ত্রণ নেবেন তিনি। ট্রাম্প বলেন, ‘ভবিষ্যতের জন্য এটিকে (গাজা) একটি রিয়েল এস্টেটের অগ্রগতি হিসেবে ভাবুন। এটি একটি সুন্দর জায়গা হবে। বেশি অর্থও খরচ হবে না।’

Viewed 30 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!