বগুড়ার নন্দীগ্রামে আওয়ামী লীগ নেতা গ্রেফতার

স্টাফ রিপোর্টারঃ বগুড়ার নন্দীগ্রাম থানা পুলিশের বিশেষ অভিযানে ৩নং ভাটরা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য মোঃ মিজানুর রহমান মিজান ওরফে মাসুম (৬১)কে গ্রেফতার করেছে নন্দীগ্রাম থানা পুলিশ।
গত মঙ্গলবার রাতে উপজেলার ভাটরা ইউনিয়নের দমদমা গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। সে দমদমা গ্রামের মৃত আতিয়ার রহমানের ছেলে। তার বিরুদ্ধে নাশকতা মামলা রয়েছে।
নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাহারুল ইসলাম বলেন, গ্রেফতারকৃত মাসুম দীর্ঘদিন পলাতক ছিল। বুধবার দুপুরে নন্দীগ্রাম থানা থেকে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
Viewed 740 times