বগুড়া মোকামতলায় ৫০৫ বোতল ফেনসিডিল পিকআপসহ বাবু ও আহাদ গ্রেফতার
মোঃরেজাউল করিম রাজিবঃ সোমবার বগুড়া শিবগঞ্জ উপজেলার মোকামতলা ইউনিয়নের কাশিপুর গ্রামস্থ দি মুন হোমিও ফার্মেসির সামনে রংপুর টু ঢাকা গামী মহাসরকের অভিযান পরিচালনা করে পিকআপ ট্রাকে বিশেষ কায়দায় রক্ষিত ৫০৫ বোতল ফেনসিডিলসহ মো: বাবু মিয়া (২৮) ও আহাদ হোসেন মাহিম (২১) ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে মোকামতলা ফারি পুলিশ ১টি পিকআপ জব্দ।
গ্রেফতারকৃত আসামিরা হলেন, মো: বাবু মিয়া (২৮), পিতা মো: শুকুর আলী, গ্রাম-হাজিগঞ্জ, থানা-জেলা নীলফামারী। আহাদ হোসেন মাহিম (২১), পিতা মো: দেলোয়ার হোসেন, গ্রাম কুরগাঁও , ডাকঘর-মির্জানগর,থানা-সাভার, ঢাকা। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে ।
Viewed 5100 times


