ব্যক্তিগত ইমেজ, দলীয় ভাবমূর্তি ও কমিটির পদ বাগিয়ে নিতেই মিথ্যা মানববন্ধন-কাঞ্চন-ঝিনুক

মোঃইউসুফ শেখ সাগরঃ ব্যক্তিগত ইমেজ নষ্ট করা, দলীয় ভাবমূতি ক্ষুর্ন্ন ও কমিটির পদ বাগিয়ে নিতেই মিথ্যা মানববন্ধন করা হয়েছে বলে পাল্টা অভিযোগ করেছেন কানুছগাড়ি বণিক সমিতির সাধারন সম্পাদক কাঞ্চন ও জেলা যুবদলের সদস্য কামরুল ইসলাম ঝিনুক। গতকাল বিকালে শহরের শেরপুর রোড কানুছগাড়ি এলাকায় বনিক সমিতির আয়োজনে পাল্টা মানববন্ধন কর্মসুচিতে তারা এসব বলেন। এর আগে সকালে একই জায়গায় কানুছগাড়ি বণিক সমিতির ব্যানারে মানববন্ধন কর্মসুচি পালন করা হয়।
এতে কাঞ্চন ও ঝিনুক কে ভুমিদস্যু ও আওয়ামী দোসর দিয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়। বিকালে অনুষ্ঠিত পাল্টা মানববন্ধনে বক্তারা বলেন আজাদ, কে এম জোবায়ের ও জাহিন এরা আওয়ামী দোসর। কানুছগাড়ি বনিক সমিতি কুক্ষিগত করার হীন উদ্দেশ্যে তারা বিভিন্ন রকম ষড়যন্ত্র করে যাচ্ছে। কানুছগাড়ি বণিক সমিতির সাধারন সম্পাদক কাঞ্চন বলেন আমি ২০১৪ সাল থেকে কানুছগাড়ি বনিক সমিতির সাধারন সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছি। ইতিপুর্বে আমার বিরুদ্ধে কোন অভিযোগ ছিল না। কিন্তু একটি কুচক্রী মহল আমাকে সংগঠন থেকে বিতারিত করার হীন উদ্দেশ্য নিয়ে একের পর এক ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তিনি বলেন আমাকে না জানিয়েই নিয়ম বহির্ভুতভাবে একটি চিঠির মাধ্যমে আগামী ১২ তারিখে সমিতির সভা আহবান করা হয়। আমি এর প্রতিবাদ করতে গেলে তারা আমার উপর হামলা করে, আমি তাদের এই দুরভিসন্দির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। যুবদল সদস্য ঝিনুক বলেন আমি ২০১৪ সাল থেকে স্বেচ্ছাসেবকদলের রাজনীতির সাথে যুক্ত হয়ে এখন জেলা যুবদলের সদস্য হিসেবে নির্বাচিত হয়েছি। তারা আমার ব্যবসায়ীক সুনাম ও দলীয় ভাবমুর্তি নষ্ট করার জন্য এ সব পায়তারা করছে। মিথ্যা মনববন্ধনের মাধ্যমে আমাদের ব্যক্তিগত ইমেজ ও দলীয় ভাবমুর্তি নষ্ট করার জন্য উঠে পড়ে লেগে গেছে। আমি এই মিথ্যা মানববন্ধনের তীব্র নিন্দা জানাচ্ছি। সংগঠনের উপদেষ্টা আকরাম হোসেন সোহেল বলেন সমিতির কোন উপদেষ্টা সভা আহবান করলে সেটা কার্যনির্বাহী কমিটির অনুমোদন নিয়ে করতে হবে যেটা তারা করেননি। তারা সমিতিকে কুক্ষিগত করতেই একপক্ষীয়ভাবে এ সভা আহবান করেছে বলে আমি মনে করি। তারা যে মানববন্ধন কর্মসুচি করেছে সেখানে এখানকার কোন ব্যবসায়ীরা ছিলনা দোকানের কর্মচারীদের দিয়ে তারা মানববন্ধন পালন করেছে। উক্ত মানববন্ধনে এলাকার গনমান্য ব্যক্তিবর্গ ও ব্যসায়ীক নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
Viewed 40 times