৫৩তম জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা সমিতির আয়োজনে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ ও সমাপনী

নিজেস্ব প্রতিবেদকঃ সোমবার বিকেলে শহিদ চাঁন্দু স্টেডিয়াম সংলগ্ন ফুটবল মাঠে ৫৩ তম জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা সমিতির আয়োজনে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলেদেন প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক আরাফাত হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান আসাদ, জেলা ক্রীড়া অফিসার আলমগীর।
বগুড়া জেলা শিক্ষা অফিসার মোঃ রমজান আলী আকন্দের সভাপতিত্বে অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন, বগুড়া জেলা সহকারী শিক্ষা অফিসার এ কে এম ফজলুল হক, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার টি এম আঃ হামিদ, শিবগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম মাহবুব মোরশেদ, গাবতলী ও সারিয়াকান্দি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তরিকুল আলম, জেলা শিক্ষক সমিতি সাধারণ সম্পাদক মিজানুর রহমানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, ক্রীড়া শিক্ষক, শিক্ষার্থী এবং জেলা শিক্ষা অফিসের কর্মকর্তা কর্মচারীবৃন্দ ।
Viewed 100 times