April 18, 2025

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

বগুড়া শহরের কলোনির চকফরিদ এলাকায় ডিসিষ্ট ফাহিম দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত

স্টাফ রিপোর্টারঃ বগুড়া শহরের চকফরিদ পলিটেকনিক ইন্সটিটিউটের সামনে ছুরিকাঘাতে ডিসিষ্ট ফাহ‌িম (১৮) নামে এক ছাত্র খুন হয়েছে। রবিবার রাত সাড়ে ৭ টায় ফাহিমকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত ডিসিষ্ট ফাহ‌িম শহরের চকফরিদ কলোনী এলাকার মো: ফরহাদের পুত্র।

ফাহিমের বড় ভাই মো: কাইয়ুম জানান, ডিসিষ্ট ফাহ‌িম পুলিশ লাইন্স সংলগ্ন ফয়জুল্লাহ উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র। কোচিং শেষে বাড়িতে ফেরার সময় রাত সাড়ে ৭ টায় বগুড়া শহরের পলিটেকনিক ইন্সটিটিউটের সামনে রাস্তায় দুৃর্বৃত্তের কবলে পড়ে। এ সময় দুর্বৃত্তরা তাকে মারপিট করে পরে তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। স্থানীয় লোকজন উদ্ধার করে প্রথমে মোহাম্মদ আলী হাসপাতালে নেয়। কিন্তু সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কাইয়ুম আরও জানান, ৪ মাস আগে সিনিয়র-জুনিয়র নিয়ে দ্বন্দ্ব হয়েছিল ফাইমের সাথে। এ দিন ফাহিম একজন সিনিয়রকে শরীরে থুথু দিয়েছিল। নিয়ে চরম বিরোধ বেধেছিল তাদের মধ্যে। সে সময় বিষয়টি মিমাংশা করা হলেও দ্বন্দ্ব লেগেই ছিল। তারা ফাহিমকে হত্যার হুমকিও দিয়েছিল। আজ তাকে একা পেয়ে তারা তাকে ছুরিকাঘাত করে হত্যা করে।
বগুড়া সদর থানার ওসি এসএম মঈনুদ্দীন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করছেন। হত্যার সাথে জড়িতদের সনাক্ত করে গ্রেফতার করা হবে।

Viewed 200 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!