বগুড়ায় শব্দকথনের বর্ষালী কবিতানুষ্ঠান

স্টাফ রিপোর্টারঃ বগুড়া শব্দকথন সাহিত্য আসরের আয়োজনে বর্ষালী শিরোনামে কবিতার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার রাতে বগুড়া শহরের তন্ময় কমিউনিটি সেন্টারে বর্ষাবরণের কবিতা বর্ষালী অনুষ্ঠিত হয়।
বগুড়া শব্দকথন সাহিত্য আসরের কবিতা অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন কবি এইচ আলিম, কবি ফাতেমা ইয়াসমিন, কবি পিংকু আহম্মেদ, কবি আব্দুর রাজ্জাক, কবি সাদেক সোহাগ, কবি লুবনা জাহান, ছাড়াকার আমির খসরু সেলিম, কবি সঞ্জয় চক্রবর্ত্তী, ঈমামুল হুদা বিপ্লব প্রমুখ। বর্ষার নিয়ে আলোচনা করেন সংগঠনের নেতৃবন্দ।
আলোচনা শেষে কবিরা বর্ষার কবিতা আবৃত্তি করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক এইচ আলিম।
Viewed 1320 times