শিবগঞ্জে অপহৃতা কুলসুম গত ৫ মাসেও উদ্ধার হয়নি

উপজেলা প্রতিনিধি, শিবগঞ্জ, বগুড়াঃ শিবগঞ্জে কুলসুম (১৫) নামে এক স্কুল ছাত্রী অপহরনের ৫ মাস পরও পুলিশ তাকে উদ্ধার করতে পারেনি। অপহৃতা কুলসুম উপজেলার মোকামতলা ইউনিয়নের শংকরপুর গ্রামের আব্দুল হামিদের কন্যা।
এই বিষয়ে শিবগঞ্জ থানায় মামলা করা হয়। মামলায় উপজেলার আটমুল আউরাপাড়া গ্রামের ফুল মিয়ার ছেলে আব্দুল্লাহ আল মামুন (২২) সহ অজ্ঞাতনামা ৩ থেকে ৪ জনকে আসামি করা হয়েছে। মামলায় উল্লেখ করা হয় মামুন প্রায় কুলসুমকে মোবাইল ফোনে প্রেমের প্রস্তাব দেয়। বিষয়টি কুলসুম তার বাবা-মা’কে জানালে তারা মামুনকে নিষেধ করেন এবং তার পরিবারের লোকজন জানানো হয়।
Viewed 910 times