বগুড়ায় আহত কিশোর ফুটবলারকে দেখতে হাসপাতালে জামায়াত নেতা

স্টাফ রিপোর্টার : রাজশাহী বিভাগীয় লীগ খেলতে গিয়ে মারাত্মক আহত বগুড়া জেলা অনুর্ধ্ব-১৫ ফুটবল দলের অন্যতম সদস্য শ্রী সবুজ চন্দ্র দাসকে দেখতে সোমবার সন্ধ্যায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে যান বগুড়া শহর জামায়াতের আমির অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল। এসময় তিনি সবুজের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন এবং দ্রুত সুস্থতার জন্য মহান আল্লাহর নিকট দোয়া করেন। তিনি কিশোর ফুটবলার সবুজের চিকিৎসার জন্য নগদ অর্থ সহায়তা প্রদান করেন। এসময় শহর জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আ.স.ম আব্দুল মালেক, সহকারি সেক্রেটারি অধ্যাপক রফিকুল আলম, যুব ও ক্রীড়া সম্পাদক আব্দুস ছালাম তুহিন, যুব ও ক্রীড়া কমিটির সদস্য শফিকুল ইসলাম শফিক, ৭নং ওয়ার্ড জামায়াতের সভাপতি ইলিয়াস মাখদুম এবং আহত ফুটবলার সবুজের মা-বাবা উপস্থিত ছিলেন।
Viewed 400 times