July 5, 2025

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

বগুড়া শহরের সাবগ্রামে টাকা ও গহনা চুরির অভিযোগ

স্টাফ রিপোর্টার: বগুড়া সদর উপজেলার সাবগ্রাম ইউনিয়নের চান্দাপাড়া গ্রামের পিতা মৃত আমজাদ হোসেনের ইউছুফ আলী (৩২) বাদী হয়ে তার স্ত্রীর গওনা চুরি হয়ে যাওয়ার বিষয় সদর থানায় অভিযোগ দায়ের করেন।

আজ ৩০ জুন বিকাল সাড়ে ৪ টায় ইউসুফের স্ত্রী মোছা: আফরিন (২২) ও তার ছোট বোনসহ বাসা থেকে শহরে বাজারে জন্য আসে বিকাল ৫ টা ২৫ মিনিটে সাতমাখা চত্তরে পৌছিলে আমার স্ত্রী হাতে থাকা হাত ব্যাগে থাকা ১ ৩রি আট আনি ওজনের ২ টি সোনার বালা অজ্ঞাত চোরেরা কৌশলে বের করে নেয়া।ঘটনাটি ঘটার থেকেই আশ পাশে সন্ধান করতে থাকে, কিন্তু কোন হদিস না পেয়ে চুরি যাওযা স্বর্ণের সন্ধান করিয়ে কোন হদিস না পেয়ে বগুড়া থানায় অভিযোগ দায়ের করি। চুরি যাওয়া স্বর্ণের বর্তমান বাজার মূল্য অনমান-১,৯৮,০০০/- হাজার টাকা।

Viewed 160 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!