July 5, 2025

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

বগুড়ার শাখারিয়া ইউনিয়নে এখলাছ সহ ৭ জনের নামে থানায় অভিযোগ দায়ের ও সাতমাথায় মানববন্ধন 

প্রকাশিতঃ২৩’শে জুন ২০২৫ ইং

 

স্টাফ রিপোর্টারঃ  বগুড়া সদর উপজেলার শাখারিয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামের সাধারন জন সাধারনরা বগুড়া সদর থানায় ৭ জনের অভিযোগ দায়ের করেছে, অভিযুক্তরা হলো, মোঃ এখলাছ হোসেন মন্ডল, পিতা মোঃ হজরত আলী মন্ডল, সাং- পাঁচবাড়ীয়া, ইউপি শাখারিয়া, মোঃ আতিকুর রহমান সাগর, পিতা মোঃ শাহাদত হোসেন, মোঃ জিলহজ, পিতা মোঃ সামছুল, মোঃ স্বপন, পিতা মোঃ শাহাদত হোসেন, মোঃ সোহেল, মোঃ শিমুল, জয়, সকলের পিতা অজ্ঞাত, সর্ব সাং পাঁচবাড়ীয়া, আরো নাম না জানা ৭-৮ জন সন্ত্রাসী সদরের চালিতাবাড়ী, পাঁচবাড়ীয়া, নাগরকান্দি, কদিমপাড়া ও উলিপুর গ্রামের নিরীহ মানুষের মাঝে সন্ত্রাসী কর্মকান্ডের মাধ্যমে আতংক ছড়িয়ে দিয়া চাঁদাবাজী করছে। তাদের এই অন্যায় কাজে বাধা দেওয়ার জন্য ৭-৮ জন নিরীহ লোককে ছুরিকাঘাতসহ বেদম মারপিট করিয়াছে এবং প্রতিবাদকারীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করিয়া এলাকার সাধারন মানুষকে হয়রানী করছে। বিষয়টি এলাকায় চরম আতংক বিরাজ করিতেছে।

বিজ্ঞাপন

গত রবিবার ২২ জুন এলাকার সাধারন মানুষ তাহাদের বিরুদ্ধে এলাকায় মানব বন্ধন করেছে আজ সোমবার বগুড়া শহরের প্রাণকেন্দ্র সাতমাথায় মানব বন্ধন পালন করা হয়। অভিযোগে আরো উল্লেখ করেন যে কোন সময় এলাকায় বড় ধরনের শান্তি ভঙ্গের আশংকা দেখা যাচ্ছে।

জরুরী ভিত্তিতে সুষ্ঠু তদন্তের মাধ্যমে ঘটনার সত্যতা যাচাইপূর্বক অভিযুক্ত ব্যক্তিগণকে গ্রেফতার করে আইনের আওতায় আনা সহ এলাকার শান্তি শৃংখলা বজায় রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।

Viewed 3390 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!