July 5, 2025

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

বগুড়ায় মেয়াদোত্তীর্ণ আড়াই টন মসলা উদ্ধার: ৫ লাখ টাকা জরিমানা

প্রকাশিতঃ২৩’শে জুন ২০২৫ ইং

স্টাফ রিপোর্টারঃ  বগুড়া শহরের রাজাবাজারে অভিযান চালিয়ে প্রায় আড়াই টন মেয়াদোত্তীর্ণ মসলা উদ্ধার করেছে সেনাবাহিনী। সোমবার (২৩ জুন) বেলা ১১টার দিকে পরিচালিত এ অভিযানে জাহাঙ্গীর স্টোরের গুদাম থেকে দারুচিনি, জিরা, সাদা এলাচ, কালো এলাচ, তকমা ও কিসমিসসহ বিভিন্ন ধরনের ২ হাজার ৬০০ কেজি মসলা জব্দ করা হয়। এসব মসলার আনুমানিক বাজারমূল্য প্রায় ১০ লাখ টাকা।

 

মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণের দায়ে জাহাঙ্গীর স্টোরের কাছ থেকে ৫ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী এ জরিমানা আরোপ করা হয়।

বিজ্ঞাপন 

অভিযানটি পরিচালনা করেন বগুড়া জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন। তাঁর সঙ্গে ছিলেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মেহেদী হাসান এবং বাংলাদেশ সেনাবাহিনীর বগুড়া সদর ক্যাম্পের ইনচার্জ লেফটেন্যান্ট ফাহাদ।

বিজ্ঞাপন 

নির্বাহি ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে আমরা এ অভিযান পরিচালনা করি। উদ্ধারকৃত মসলাগুলো দীর্ঘদিন ধরে গুদামে মেয়াদোত্তীর্ণ অবস্থায় রাখা ছিল। এগুলো জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। তাই এগুলো জনসম্মুখে ধ্বংস করা হবে।’

 

Viewed 4630 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!