July 5, 2025

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

পাইরেসির কবলে শাকিবের ‘তাণ্ডব’

বিনোদন ডেস্কঃ কয়েক দিন আগে প্রযোজনা প্রতিষ্ঠান থেকে ‘তাণ্ডব’ সিনেমার পাইরেসি ঠেকাতে সতর্কবার্তা দেওয়া হয়েছিল। প্রযোজক শাহরিয়ার শাকিল জানিয়েছিলেন, পাইরেসি ঠেকাতে কড়া নজরদারি করছেন তারা। এরপরেও ঠেকানো গেল না পাইরেসি। মুক্তির এক সপ্তাহের মাথায় পাইরেসির কবলে পড়ল সিনেমাটি।

শুক্রবার রাত থেকে টেলিগ্রামের বিভিন্ন চ্যানেলে ঘুরে বেড়াচ্ছে তাণ্ডব সিনেমা। এরপর ছড়িয়ে পড়েছে ইউটিউব ও বিভিন্ন ওয়েবসাইটে। পরে ইউটিউব থেকে সিনেমাটি সরিয়ে নিলেও এখনো তাণ্ডবের পাইরেটেড ভার্সন পাওয়া যাচ্ছে টেলিগ্রাম ও বিভিন্ন ওয়েবসাইটে।

তাণ্ডব টিম ইতিমধ্যে পাইরেসি রোধে কাজ করছে বলে জানিয়েছেন আলফা আইয়ের কর্ণধার শাহরিয়ার শাকিল। যারা পাইরেসির সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথাও বলেছেন তিনি।

গতকাল হল ভিজিটে গিয়ে প্রযোজক শাহরিয়ার শাকিল বলেন, ‘পাইরেসি নিয়ন্ত্রণে বিভিন্ন দেশে যে এজেন্সি নিয়োগ করা হয়, আমরাও সেই এজেন্সি নিয়োগ করেছি প্রথম থেকে। তাদের মাধ্যমে আমরা পাইরেসির বিষয়টি ভালোভাবে কন্ট্রোল করছি। যেসব পেজ থেকে তাণ্ডবের লিংক শেয়ার করা হচ্ছে, সেগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে। যারা এ অপরাধের সঙ্গে জড়িত, তাদের একবিন্দু ছাড় দেওয়া হবে না।’

পাইরেসির এ ঘটনা তাণ্ডবের ব্যবসায় নেতিবাচক প্রভাব ফেলবে না বলে মত এই প্রযোজকের। শাকিল বলেন, ‘পৃথিবীতে যত বড় বড় সিনেমা হয়েছে, প্রায় সবই পাইরেসির শিকার হয়েছে। এর আগে আমাদের তুফানও পাইরেসির কবলে পড়েছিল। তবে সিনেমা যে বড় স্ক্রিনে দেখার বিষয়, সেটা দর্শক ভালো করে জানে। হলে সিনেমা দেখার অভিজ্ঞতা অন্য কিছুর সঙ্গে মেলানো যাবে না। একটা সময় সিনেমাটি ওটিটিতে আসবে। তাই বলে দর্শক হলে আসবে না, এমনটা নয়। আগামী কয়েকদিনের বেশিরভাগ টিকিট অগ্রিম বিক্রি হয়ে গেছে।’

অ্যাকশন ঘরানার তাণ্ডব পরিচালনা করেছেন রায়হান রাফী। ঈদের দিন ১৩৩টি হলে মুক্তি পায় সিনেমাটি। প্রথম দিন থেকে দর্শকের আগ্রহের কেন্দ্রে ছিল তাণ্ডব। এতে শাকিবের সঙ্গে আরও অভিনয় করেছেন জয়া আহসান, সাবিলা নূর, আফজাল হোসেন, শহীদুজ্জামান সেলিম, এফ এস নাঈম, রোজী সিদ্দিকী প্রমুখ।

Viewed 770 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!