July 5, 2025

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

বগুড়া হাজরাদিঘী বলিয়াপাড়ায় জমিজমা সংক্রান্ত মারামারি :থানায় অভিযোগ দায়ের

স্টাফ রিপোর্টারঃ বগুড়া সদর উপজেলার হাজরাদিঘী বলিয়ানপাড়ার পিতা তোজাম্মল হোসেনের পুত্র মোঃ শফিকুল ইসলাম (৬১) বাদী হয়ে সদর থানায় অভিযোগ দায়ের করেছেন।

উক্ত অভিযোগে আসামিরা হলেন, আসামী মোঃ শাহীনুর রহমান রানু (৫৫) পিতা মোঃ তোজাম্মল হোসেন শাহ, মোঃ রহিম বাদশা (৪০) পিতা মোঃ তোফাজ্জল হোসেন, মোঃ কামিনুর রহমান শাহ (৪৬) পিতা মোঃ তোজাম্মল হোসেন, আব্দুল আলিফ (১৯) পিতা মোঃ রহিম বাদশা, মোঃ আব্দুল আলিম (১৮) পিতা মোঃ রহিম বাদশা, সর্বসাং- হাজরাদিঘী বলিয়াপাড়া, বগুড়াগনসহ অজ্ঞাতনামা ৬/৭ জনের বিরুদ্ধে এই মর্মে এজাহার দায়ের করিতেছি যে, আমি ও আমার ছেলে মোঃ তারিকুল কবির ইশার নামাজ আদায় শেষে বাড়ীতে আসার পথে জমিজমা সংক্রান্তে পর্ব বিরোধের জেরে গত ১৪ জুন রাত আনুমানিক ৯ টায় উল্লেখিত আসামীগন একই উদ্দেশ্যে পুর্ব পরিকল্পনা মোতাবেক হাতে লাঠি, লোহার রড, লোহার সাবল ও দেশীয় অস্ত্রশস্ত্র লইয়া আমাকে ও আমার ছেলেকে হত্যার উদ্দেশ্যে ধাওয়া করে। আমি ও আমার বসতবাড়ীতে অনধিকার প্রবেশ করিয়া ১নং আসামী মোঃ শাহীনুর রহমান রানু এর হুকুম অন্যান্য আসামীগন আমার মেয়ে মোছাঃ তাসমিয়া খাতুন (২০), ভাতিজী সৌমি খাতুন (২০) ও আমার ছেলে তারিকুল করিব (১৩) কে এলোপাথারী ভাবে মারপিট করিতে থাকে। ১নং আসামী মোঃ শাহীনুর রহমান রানু আমার মেয়ে মোছাঃ তাসমিয়া খাতুন এর ডান স্তনে কামড় দিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে এবং শ্লীতাহানি ঘটায়। ২নং আসামী মোঃ রহিম বাদশা এর হাতে থাকা লাঠি দ্বারা আমার উক্ত মেয়ের পেটে ও দুই পায়ে আঘাত করিয়া গুরুতর ফুলা জখম করে এবং আমার মেয়ের গলায় থাকা ১ ভরি ওজনের স্বর্ণের চেইন মূল্য আনুমানিক ১ লক্ষ ৩০ হাজার টাকা উদ্দেশ্যে খুলিয়া নেয়। ৪নং আসামী আব্দুল আলিফের হাতে থাকা লাঠি দ্বারা আমার ছেলেকে এলোপাথারী ভাবে মারপিট করিয়া শরীরের বিভিন্ন স্থানে ছিলা ফুলা জখম করে। ৩নং আসামী মোঃ কামিনুর রহমান শাহ তাহার দুই হাত দ্বারা আমার ছেলে গলা চাপিয়া ধরিয়া শ্বাসরোধ করিয়া হত্যার চেষ্টা করে। ৫নং আসামী মোঃ আব্দুল আলিম এর হাতে লোহার সাবল দ্বারা আমার ভাতিজী মোছাঃ সৌমি খাতুনকে হত্যার উদ্দেশ্যে মাথায় আঘাত করে, আমার ভাতিজীর ডাবনার পিছন সাইডে লাগিয়া গুরুতর রক্তাক্ত জখম প্রাপ্ত হয়। ১নং আসামী মোঃ শাহীনুর রহমান রানুর হাতে থাকা লোহার রড দ্বারা সৌমিকে হত্যার উদ্দেশ্যে মাথায় আঘাত করে, ভাতিজী বাম হাত দ্বারা ভাতিজীর বাম হাতে মধ্যমা দুইটি আঙ্গুলী ভাঙ্গিয়া গুরুতর হাড় ভাঙ্গা জখম প্রাপ্ত হয়। ৩নং আসামী আমার শয়ন ঘরের বিছানার নিচ থেকে গরু বিক্রয় করা নগদ ৫৬ হাজার ৫০০ -টাকা অসৎ উদ্দেশ্যে বাহির করিয়া নেয়। আসামীরা আমাদেরকে খুন জখমের হুমকি প্রদান করে। আমার ডাক চিৎকার শুনিয়া ঘটনার সাক্ষী মোঃ আব্দুল হামিদ শাহ পিতা মৃত অহির উদ্দিন শাহ, মোছাঃ সুফিয়া বিবি স্বামী মৃত আনিছুর রহমান, মোছাঃ মোমেনা বেগম স্বামী মোঃ আব্দুল হামিদ শাহ, মোছাঃ মহসিনা আক্তার সিমা স্বামী মোঃ সোহাগ, সর্বসাং- হাজরাদিঘী বলিয়াপাড়া, বগুড়াগনসহ আরো অনেকে ঘটনাস্থলে আসিয়া আমার মেয়ে তাসমিয়া খাতুন ও ভাতিজী সৌমি খাতুনকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করিয়া মোহাম্মদ আলী হাসপাতালে ভর্তি করাই এবং একই হাসপাতালে আমার ছেলে প্রাথমিক চিকিৎসা গ্রহন করে। জখমীদের চিকিৎসা কাজে ব্যস্ত থাকায় থানায় এজাহার দায়ের করিতে বিলম্ব হইল।

Viewed 1330 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!