ইসরাইল-ইরান যুদ্ধে প্রতিদিন কার কত খরচ?

আন্তর্জাতিক ডেস্ক:
কোনো যুদ্ধ শুরুর আগে সেই দেশের রাষ্ট্রপ্রধানদের অন্তত হাজারবার ভাবতে হয়; কোনো কারণে যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে তার ব্যয় ভার বহন করার মতো সক্ষমতা তার আছে কিনা। গত চারদিন ধরে ইসরাইল-ইরান সংঘাত যুদ্ধ পরিস্থিতিতে রূপ নেওয়ার পর এখন দুদেশকেই কষতে হচ্ছে হিসেব। এই যুদ্ধের অর্থনৈতিক প্রভাব কার ওপর কতটা পড়বে। প্রতিদিন হামলা পালটা হামলা চালাতে গিয়ে দুদেশের কার কত খরচ হচ্ছে।
চলতি বছরের জানুয়ারিতে ইসরাইলি পত্রিকা ইয়েদিওথ আহরোনোথে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়, গাজায় ইসরাইলের যুদ্ধের খরচ ৪২ বিলিয়ন ডলারে পৌঁছেছে, যা প্রতিদিন গড়ে ৮ কোটি ৩৮ লাখ ডলার। ইসরাইলি সেনাবাহিনীর চিফ অব স্টাফের অর্থনৈতিক উপদেষ্টা এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বাজেট বিভাগের প্রধান গিল পিনহাসের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছিল পত্রিকাটি।
পত্রিকাটি আরও জানায়, গত বছর ১ অক্টোবর ইরানের ক্ষেপণাস্ত্র হামলার বিরুদ্ধে আন্তর্জাতিক জোটের সহায়তায় ইসরাইলের আকাশসীমা রক্ষা করতে এক রাতে ২৭ কোটি ৯০ লাখ ডলার খরচ হয়েছে।
গত বছর ১ অক্টোবর, ইরান ইসরাইল লক্ষ্য করে প্রায় ১৮০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। তেহরান জানায়, হিজবুল্লাহ ও হামাস নেতা এবং একজন রেভল্যুশনারি গার্ড কমান্ডারকে হত্যার প্রতিশোধ হিসেবে এই হামলা চালানো হয়েছে।
ইয়েদিওথ আহরোনোথ আরও জানায়, ইসরাইলের প্রতিরক্ষা বাজেটের সবচেয়ে বড় ব্যয়ের খাত হলো রিজার্ভ সেনাবাহিনীর অর্থায়ন, এটি ১২ দশমিক ৫ বিলিয়ন ডলারে পৌঁছেছে।
Viewed 680 times