July 5, 2025

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

অসুস্থ প্রতিযোগিতায় নেই জানিয়ে যা বললেন অপু বিশ্বাস

বিনোদন ডেস্ক: ঢাকাই সিনেমার চিত্রনায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলীর দ্বৈরথের গল্প কারোই অজানা নয়। চিত্রনায়ক শাকিব খানকে কেন্দ্র করে প্রায়শ কথার লড়াইয়ে জড়িয়ে পড়েন এ দুই অভিনেত্রী। কারণ দুই নায়িকাই শাকিবের সন্তানের মা।

 

সম্প্রতি বাবা দিবসে শাকিব খান ও সন্তানদের নিয়ে ফেসবুকে পাল্টাপাল্টি পোস্ট দিয়েছেন অপু বিশ্বাস ও বুবলী। এরপরই নেটিজেনরা বলছেন, দুজনের একজন শাকিবকে নিয়ে স্ট্যাটাস দিলে বা কোনো মন্তব্য করলে কিছুক্ষণ পরই অপরজনও তার প্রতিক্রিয়া নিয়ে হাজির হন।

বিষয়গুলো নিয়ে বিরক্ত অপু বিশ্বাস। তাই রোববার রাতে এক ফেসবুক স্ট্যাটাসে ভক্ত-অনুরাগী ও শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশ্য স্পষ্ট এক বার্তা দিয়েছেন তিনি।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে এক পোস্টে অপু বিশ্বাস লেখেন, ‘প্রিয় ভক্ত-অনুরাগী ও শুভাকাঙ্ক্ষীরা,

সাম্প্রতিক সময়ে লক্ষ্য করছি, আমার ব্যক্তিগত কিছু মুহূর্ত বা আমার ছেলের সঙ্গে স্মরণীয় সময়গুলো যখন আমি আপনাদের সঙ্গে ভাগাভাগি করি—তখনই কোনো না কোনোভাবে সেই বিষয়কে ঘিরে এক ধরণের অপ্রয়োজনীয় প্রতিযোগীতা শুরু হয়ে যায়।’

‘আমি একজন মা, একজন অভিনেত্রী, একজন উদ্যোক্তা। আমার অনেক দায়িত্ব, অনেক ব্যস্ততা। ক্যামেরার বাইরে আমার জীবনটা একজন নারীর মতোই—হাজারো কাজ, পরিকল্পনা, এবং স্বপ্ন নিয়ে এগিয়ে চলা। আমি কাউকে কিছু প্রমাণ করতে চাই না। আমার সম্পর্ক, আমার জীবনের অধ্যায়গুলো দর্শকের চোখের সামনেই কেটেছে। সেখানে লুকোচুরি নেই, নাটক করার কিছু নেই। আমার ছেলের জন্য সময় দেই, তার বাবার সঙ্গে সুন্দর মুহূর্তগুলো ধরে রাখি—এটা সম্পূর্ণই ওর মানসিক বিকাশ ও সুন্দর শৈশবের জন্য। এটিকে ঘিরে কারো ‘‘অস্বস্তি’’ তৈরি হলে, সেটার দায় আমার নয়।’

তিনি আরও লেখেন, ‘আমি অনেকদিন ধরেই দেখছি, আমার কোনো সাধারণ পারিবারিক পোস্টের পরেই যেন কিছু ‘‘কাউন্টার প্রচেষ্টা’’ শুরু হয়। আমি স্পষ্ট করে বলতে চাই—আমি সেই অসুস্থ প্রতিযোগিতায় নেই।

সম্মান নিজে অর্জন করতে হয়, অন্যকে ছোট করে নয়। এখন থেকে আমি শুধু নিজের কাজ, নিজের ছেলে, নিজের ভক্তদের সময় দিতে চাই। কারো সাথে পাল্লা দেওয়ার জন্য আমি এখানে আসিনি। আমি নিজের জায়গাতেই স্বাচ্ছন্দ্যে আছি। যারা আমাকে ভালোবাসেন, পাশে থাকেন—আপনাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা।

আমি আপনাদের বিশ্বাস ভাঙতে চাই না। আর নিজের ব্যক্তিত্ব নষ্ট করে কারো সঙ্গে পা মেলাতে রাজিও নই। ভালোবাসা অমলান থাকুক।’

অপু বিশ্বাসের ওই পোস্টে ইতিমধ্যে দেড় লাখের বেশি রিয়্যাক্ট পড়েছে। কমেন্ট পড়েছে ২০ হাজারেরও বেশি। শেয়ার হয়েছে এক হাজারেরও বেশি।

Viewed 480 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!