July 4, 2025

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

বগুড়ায় রানা সহ ৫ আদম-ব্যাপারীর নামে থানায় অভিযোগ -১’ম পর্ব

আশিক সুজন,বগুড়াঃ বগুড়া শহরের বিআরটিসি মার্কেটের তৃতীয় তলায় অবস্থিত নর্থ বেঙ্গল এয়ার ট্রাভেলসের মালিক সহ মোট ০৫ জন আদম-ব্যাপারীর নামে প্রতারণার একটি অভিযোগ দায়ের করেছেন সৌদি প্রবাসী মোঃসাব্বির হাসানের সহধর্মিণী মোছাঃলিপি বেগম।

অভিযোগ সুত্রে জানা যায়, মোছা: লিপি বেগম (৩২), স্বামী মোঃ ছাব্বির হাসান, বগুড়া সদর উপজেলার সাবগ্রাম ইউনিয়নের সাং-বুজগধামা পশ্চিমপাড়া, ১ নং আসামী মোঃ মেহেদী হাসান রানা (৩০) পিতা মোঃ বাবলু সরকার, মোঃ বাবলু সরকার (৬০) পিতা অজ্ঞাত, মোছাঃ মর্জিনা বেগম (৫০) স্বামী মোঃ বাবলু সরকার, মোছাঃ শারমিন বেগম (২৪) স্বামী মোঃ মেহেদী হাসান রানা, সর্বসাং বুজগধামা পশ্চিমপাড়া। ৫ এজেন্ট মোঃ আমিনুল ইসলাম (৩৫) পিতা অজ্ঞাত, সাং মহিলা কলেজ ফুলবাড়ী বগুড়াদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন মোছাঃ লিপি বেগম।

এই বিষয়ে মোছাঃলিপি বেগম বলেন, বিবাদীরা আদম ব্যবসায়ী। বিবাদীরা পরস্পর যোগসাজসে আমার স্বামীকে সৌদি আরব দেশে পর্যায়ক্রমে ৬ লক্ষ টাকা গ্রহন করে। দীর্ঘদিন অতিবাহিত হলেও বিবাদীরা স্বামীকে গত ০৬/১১/২০২৩ তারিখে আমার স্বামী ছাব্বিরকে সৌদি আরব দেশে পাঠাই। দীর্ঘদিন অতিবাহিত হলেও আমার স্বামীকে কোন কাজ কর্ম দিতে পারে নাই।আমার স্বামী সৌদি আরব দেশে যাওয়ার পর হইতে পলাতক আছে। আমার স্বামী কাজের ব্যবস্থা করিয়া দেওয়ার জন্য বিবাদীদেরকে চাপ দিলে বিবাদীরা বিভিন্ন তালাবাহানা করিয়া আমার স্বামীর কোন কাজের ব্যবস্থা করিয়া দেওয়াসহ আকামার ব্যবস্থা করিয়া দিতেছে না। বিবাদীরা আকামা আজ করে দিবে, কাল দিবে ইত্যাদি বলিয়া সম্যয় ক্ষেপন করিতেছে কিন্তু আকামা করিয়া দিতেছে না। বিবাদীরা আমার স্বামীকে সৌদি আবার নিয়ে যাওয়ার জন্য আমার কাছে থেকে ৬ লক্ষ্য টাকা গ্রহন করে আমার স্বামীকে সৌদি আরব দেশে আকামার ব্যবস্থা না করিয়া বিশ্বাসভঙ্গ করিয়া প্রতারণা মূলক ভাবে আত্মস্যাৎ পায়তারা করিতেছে।

 

তিনি আরো বলেন, এখন বিবাদীদের কাছে আমার স্বামীর আকামা ও কাজের ব্যবস্থা করিয়া দেওয়ার জন্য বলিলে বিবাদীরা আমাদেরকে খুন, জগমের হুমকি প্রদান করে। ঘটনার বিষয়ে স্থানীয় মেম্বার মোঃ ইসমাইল সরকার, ভাইস চেয়ারম্যান মাহফুজা বেগম, মাসুদ সরকার পিতা মোঃ মাইন সরকার সাং বুজগধ্যমা থানা ও বগুড়াগনসহ আরো অনেকে জানে ও শুনিয়াছে। স্থানীয় ভাবে সমাধান না হওয়ায় থানায় অভিযোগ দায়ের করিতে বিলম্ব হলো।

Viewed 12170 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!