July 5, 2025

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

না ফেরার দেশে চিত্রনায়িকা তানিন সুবাহ

বিনোদন ডেক্সঃ গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে পরপারে পাড়ি জমিয়েছেন চিত্রনায়িকা তানিন সুবাহ।

 

মঙ্গলবার বিকালে যুগান্তরকে বিষয়টি নিশ্চিত করেছে হাসপাতাল ও নায়িকার পারিবারিক সূত্র।

 

জানা গেছে, বরিশালের গৌরনদীতে বাবার কবরের পাশে তানিন সুবাহকে দাফন করা হবে।তবে কবে ও কখন দাফন করা হবে এ ব্যাপারে বিস্তারিত জানা যায়নি।

 

এর আগে রোববার সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে নায়িকার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে। তখন তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়, তিনি তখনো জীবিত ছিলেন, তবে শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি।

 

গতকাল (সোমবার) চিকিৎসকরা জানান, সুবহার হৃদ্যন্ত্র কিছুটা সচল থাকলেও তার মস্তিষ্ক আর কাজ করছিল না। তখন তাকে ক্লিনিক্যালি ডেড ঘোষণা করা হয়। তবে তখনো লাইফ সাপোর্ট চালু রেখেছিলেন, কারণ পরিবারের সদস্যরা চূড়ান্ত সিদ্ধান্ত নিতে সময় নিচ্ছিলেন; বিশেষ করে নায়িকার স্বামীর সিদ্ধান্তের।

 

২ জুন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তানিন সুবহা। প্রথমে আফতাবনগরের একটি ক্লিনিকে চিকিৎসা নেওয়ার পর বাসায় ফেরেন। তবে সন্ধ্যায় আবার গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে বনশ্রীর একটি হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়, যেখানে বর্তমানে তিনি লাইফ সাপোর্টে রয়েছেন।

 

পরিবার সূত্রে আরও জানা গেছে, হঠাৎ তানিনের বুকে প্রচণ্ড ব্যথা ও ঘাম হওয়ায় প্রথমে অ্যাসিডিটির ওষুধ খেয়েছিলেন। কিন্তু পরপর কয়েকবার বমি করার পর তার শারীরিক অবস্থা দ্রুত অবনতি ঘটে, যার ফলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

 

তানিন সুবহা বিজ্ঞাপনচিত্রের মাধ্যমে শোবিজে পথচলা শুরু করেন। নাটক ও চলচ্চিত্রে অভিনয় করে তিনি ধীরে ধীরে পরিচিতি লাভ করেন। ‘মাটির পরী’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় তার অভিষেক ঘটে। বর্তমানে তার অভিনীত একাধিক সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে।

Viewed 1750 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!