July 4, 2025

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

বিশ্বে জন্মহার কমার যেসব কারণ জানাল জাতিসংঘ

জাতীয় ডেস্ক রিপোর্টঃ অর্থনৈতিক সংকট, পর্যাপ্ত সময় না থাকা, উপযুক্ত সঙ্গীর অভাব ও বন্ধ্যাত্বের মতো কারণে বিশ্বে সন্তান জন্মহার নজিরবিহীনভাবে কমেছে। বিশ্বের ১৪টি জনবহুল দেশে গবেষণা চালিয়ে এ তথ্য সামনে আনল জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ)।

 

ইউএনএফপিএ সম্প্রতি এক প্রতিবেদনে সতর্ক করে বলেছে, বিশ্বজুড়ে শত শত কোটি মানুষ এখন চাইলেও ইচ্ছেমতো সন্তান নিতে পারছেন না। সংস্থাটির নির্বাহী পরিচালক ড. নাটালিয়া ক্যানেম বলেন, বিশ্ব এক নজিরবিহীন জন্মহার হ্রাসের দিকে এগোচ্ছে। জরিপে অংশ নেওয়া অধিকাংশ উত্তরদাতা দুটি বা তারচেয়ে বেশি সন্তান চান। কিন্তু তারা মনে করেন, তারা যে পরিবার গড়তে চান, তা তৈরি করা তাদের পক্ষে সম্ভব হচ্ছে না এবং সেটিই এখন সবচেয়ে বড় সংকট।

 

সংস্থাটি মোট ১৪টি দেশে ১৪ হাজার মানুষের ওপর একটি জরিপ চালিয়েছে। জরিপে অংশ নেওয়া প্রতি পাঁচজনের একজন বলেছেন, তারা তাদের ইচ্ছেমতো সন্তান নিতে পারেননি বা ভবিষ্যতেও পারবেন না বলে মনে করেন।

 

এ জরিপে যে ১৪টি দেশের মানুষ অংশ নিয়েছিল—দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড, ইতালি, হাঙ্গেরি, জার্মানি, সুইডেন, ব্রাজিল, মেক্সিকো, যুক্তরাষ্ট্র, ভারত, ইন্দোনেশিয়া, মরক্কো, দক্ষিণ আফ্রিকা ও নাইজেরিয়া। যে দেশগুলোর মোট জনসংখ্যা বিশ্ব জনসংখ্যার এক-তৃতীয়াংশ।

 

উচ্চ, মধ্যম ও নিম্ন আয়ের এবং উচ্চ ও নিম্ন জন্মহারের দেশ মিলিয়ে এ দেশগুলো থেকে জরিপে অংশ নিয়েছেন তরুণ প্রজনন সক্ষম মানুষ থেকে শুরু করে প্রজনন বয়স পার করে আসা ব্যক্তিরাও।

 

জরিপটি মূলত একটি পাইলট স্টাডি ছিল, যার ভিত্তিতে চলতি বছরের শেষের দিকে আরও ৫০টি দেশে বড় পরিসরে গবেষণা চালানো হবে। ফলে এর তথ্য ও তত্ত্ব সীমিত। প্রত্যেক দেশের বিভিন্ন বয়সভিত্তিক অংশগ্রহণকারীদের সংখ্যা এতই কম যে, সেখান থেকে কোনো সার্বিক সিদ্ধান্ত টানা সম্ভব নয়। তবে এই সীমিত উপাত্ত থেকে উঠে আসা চিত্রও বেশ ভয়াবহ।

 

হংকং ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির জনসংখ্যাবিদ অধ্যাপক স্টুয়ার্ট গিয়েটেল-বাস্তেন বলেন, জাতিসংঘ প্রথমবারের মতো কম জন্মহারের বিষয়ে এত জোরালোভাবে কথা বলছে। এ সংস্থা এত দিন মূলত এমন নারীদের গুরুত্ব দিত, যাদের প্রয়োজনের চেয়েও বেশি সন্তান ছিল এবং যাদের জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি অবলম্বন করার দরকার।

Viewed 1490 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!