July 5, 2025

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

বগুড়া জেলা ছাত্রদলের নবগঠিত পূর্নাঙ্গ কমিটির ২ নং সহ-সভাপতি হলেন অভি

স্টাফ রিপোর্টারঃ তৃণমূল থেকে বেড়ে ওঠা আন্দোলন সংগ্রামে পরীক্ষিত ছাত্রনেতা শোয়েব ইসলাম অভি বগুড়া জেলা ছাত্রদলের নবগঠিত পূর্ণাঙ্গ কমিটির ২ নং সহ:সভাপতি হলেন।

শোয়েব ইসলাম অভি বগুড়া জেলা ছাত্রদলের রাজনীতিতে পরিচিত মুখ। বিএনপি পরিবারের সন্তান। অভির পিতা বগুড়া শহর যুবদল (রশিদ-ইনসান) কমিটির দপ্তর সম্পাদকের দায়ীত্ব পালন করেছেন, এবং জেলা যুবদলের (বাবলা-ইউনূস) কমিটির সদস্য ছিলেন। অভি ২০১০ সালে এসএসসি পাশের পর থেকে ছাত্রদলের রাজনীতিতে জড়িয়ে পরেন। শহর ছাত্রদলের কর্মী হিসেবে দীর্ঘদিন রাজপথে থাকেন। ২০১৮ সালে জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদকের দায়ীত্ব পান। এরপর তার সাংগঠনিক দক্ষতার কারনে কেন্দ্রীয় ছাত্রদল কর্তৃক দুপচাঁচিয়া উপজেলা ও পৌর ছাত্রদলের সাংগঠনিক দায়ীত্বপ্রাপ্ত টিমের সদস্য হিসেবে দায়ীত্ব পালন করেন। দুপচাঁচিয়া উপজেলা ছাত্রদলের ইউনিয়ন পর্যায়ে দলকে সুসংগঠিত করার জন্য কাজ করেছে। সরকারি আজিজুল হক কলেজ থেকে বিএসএস(পাস) করেন বর্তমানে মাস্টার্সে অধ্যয়নরত আছেন। শোয়েব ইসলাম অভি ২৪শের জুলাই অভ্যুত্থানে সামনে থেকে সাহসী ভূমিকা পালন করেন। বিগত সময়ে বিএনপির ডাকা সকল আন্দোলনে তার সরব উপস্থিতি ছিলো। তিনি একজন পরীক্ষ ছাত্রদল নেতা। তার মেধা,মনন,বক্তৃতা,যোগ্যতার কারনে সম্পর্কে জেলা ছাত্রদলের সকল পর্যায়ের নেতাকর্মীর কাছে তিনি সুপরিচিত।

Viewed 2310 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!