বগুড়া শাহজাহানপুরে মনজুর সর্দার ও সোহেল রানা ৩০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার

স্টাফ রিপোর্টারঃ বগুড়া শাজাহানপুর থানার এসআই (নিঃ) মোঃ শরিফুল ইসলাম সঙ্গীয় ও ফোর্সের সহায়তায় মঙ্গলবার রাতে শাজাহানপুর উপজেলার খড়না ইউনিয়নের জামহাটা গ্রামের মোঃ মনজু সরদার এর বসত বাড়ীতে পৌছাইলে মোঃ মঞ্জুর সরদার (৪১), পিতা মৃত আঃ গফ্ফার, মোঃ সোহেল রানা (২২), পিতা আঃ মোমিন, উভয় সাং জামহাটা সরদারপাড়া, শাজাহানপুর বগুড়া। পুলিশের উপস্থিতি টের পাইয়া পালানোর চেষ্টাকালে তাহাদের আটক করে এসআই (নিঃ) মোঃ শরিফুল ইসলাম আসামীদেরদেহ তল্লাশী করিয়া মোঃ মঞ্জুর এর হেফাজত থেকে ২০পিচ ইয়াবা ট্যাবলেট ও অপরজনের হেফাজত থেকে ১০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের এরপর আজ আদালতে প্রেরণ করা হয়।
Viewed 1240 times