July 5, 2025

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

বগুড়ায় আবারো সেনাবাহিনীর অভিযানে মাদক,অস্ত্র সহ গ্রেফতার:০৪

শিহাবুল্লাহ মারুফ,বগুড়াঃ বগুড়া শহরের রেলওয়ে কলোনিতে বিপুল পরিমাণ গাজা, ২৫ টি দেশীয় অস্ত্র ১টি তাজা বুলেট ও এক হাজার বোতল চোলাই মদ উদ্ধার করেছেন সেনাবাহিনী। এ ঘটনায় নারী সহ চারজনকে গ্রেফতার করেছে সেনাবাহিনী।

মাদকবিরোধী ব্লক রেড অভিযানে সেনাবাহিনীর নিজস্ব গোয়েন্দা বাহিনী সহায়তায় ৫০ জন সেনা সদস্য সহ সেনাবাহিনীর কর্মকর্তা ক্যাপ্টেন জানে আলম সাদিব ও লেফটেন্যান্ট সাদমান নেতৃত্ব দিয়েছিলেন ।

আমরা দেখেছি কয়েকদিন আগে বগুড়ার শহরের সূত্রাপুর এলাকার ২ কিলোমিটার ঘেরাও করে অভিযান চালায় সেনাবাহিনী। সেখানেও একইভাবে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও অস্ত্র উদ্ধার করা হয়। সেনাবাহিনীর চলমান এ অভিযান এর অংশ হিসেবে আজকে বগুড়া শহরের প্রাণকেন্দ্র সাত মাথার পাশে যে সুইপার কলোনি সেখানে অভিযান চালানো হয় এবং মাদকদ্রব্য ও অস্ত্র উদ্ধার করা হয়।

দীর্ঘদিন পর এসব সুইপার কলোনিতে অভিযান চালানোর কারণে এলাকাবাসীও সন্তুষ্ট প্রকাশ করে।

 

ক্যাপ্টেন জানে আলম সাদিব ও লেফটেন্যান্ট সাদমান দৈনিক আমার ভাষা কে জানায় এ দুই অভিযান ই নয় সামনে ঈদকে কেন্দ্র করে এসব মাদকবিরোধী অভিযান অব্যাহত রাখবেন তারা।

 

Viewed 1960 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!