বগুড়া সান্তাহারে হেরোইন উদ্ধার সহ গ্রেফতার:৩ জন আটক

স্টাফ রিপোর্টারঃ বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে বাংলাদেশ সেনাবাহিনীর অভিযানে ৫ গ্রাম হেরোইন উদ্ধার ও এক নারী মাদক ব্যবসায়ীসহ ৩ জনকে আটক করা হয়েছে।গত শনিবার (৩১ মে) রাত ৮ টার দিকে সান্তাহারের হাটখোলা নতুন বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক কটা হয়।
আটক মাদক ব্যবসায়িরা হলো, বগুড়া সদর উপজেলার চেলোপাড়া এলাকার রুবি বেগম (৫০), আদমদীঘি উপজেলার সান্তাহার এলাকার আমির হামজা (২৫) ও সান্তাহার নতুন বাজার এলাকার শাকিল (২২)। এছাড়া মূল আসামি হযরত আলী (৪৫) পলাতক রয়েছে।
জানা যায়, বাংলাদেশ সেনাবাহিনীর ১১ পদাতিক ডিভিশনের আওতাধীন বগুড়া সান্তাহার এলাকায় মাদক ব্যবসায়ীদের সক্রিয়তার বিষয়ে প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে, ১১১ পদাতিক ব্রিগেডের ৪০ বীর-এর লেফটেন্যান্ট ফাতিনের নেতৃত্বে বগুড়া দুপচাচিয়া সেনা ক্যাম্প একটি অভিযান পরিচালনা করে। অভিযানে সরাসরি মাদক ব্যবসায় জড়িত ৩ জনকে (যার মধ্যে একজন নারী) আটক করা হয়। অভিযান চলাকালীন সন্দেহভাজন বাড়িতে তল্লাশি চালিয়ে আনুমানিক ৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
আরো জানা যায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত ব্যক্তিরা অপরাধের সাথে তাদের সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছে। জিজ্ঞাসাবাদ শেষে উদ্ধারকৃত মাদকসহ অপরাধীদের আদমদিঘী থানায় হস্তান্তর করা হয়েছে এবং পুলিশ অপরাধীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন।
সেনাবাহিনী জানান, এই অভিযানে স্থানীয় জনগণ সেনাবাহিনীর দ্রুত ও সাহসী পদক্ষেপের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সেনাবাহিনীর এই ভূমিকা প্রশংসনীয় বলে স্থানীয়রা মন্তব্য করেছেন। জননিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতা বজায় রাখার জন্য বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা সচেষ্ট থাকবে এবং দেশের প্রতিটি অঞ্চলে মাদক, সন্ত্রাস ও সমাজবিরোধী কার্যকলাপের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছে।
Viewed 1040 times