July 5, 2025

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

বগুড়ায় ফেন্সিডিল সহ মাদক কারবারি গ্রেপ্তার

স্টাফ রিপোর্টারঃ  বগুড়ায় ৩২ বোতল ফেন্সিডিলসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলশ। রোববার (১ জুন) দিবাগত রাত ১২ টার দিকে শিবগঞ্জ উপজেলার মোকামতলার মুরাদপুর এলাকায় চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশি চালানোর সময় তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মাদক কারবারি দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার সুজালপুর এলাকার সাইফুল ইসলামের ছেলে শাকিল মাহমুদ (৩২)।

রোববার (১ জুন) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য গণমাধ্যমকে জানিয়েছেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. আতোয়ার রহমান।

সংবাদ বিজ্ঞপ্তিতে জেলা পুলিশের এই কর্মকর্তা আরো জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মুরাদপুর এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি করেন বিভিন্ন যানবাহনে। এসময় একটি মোটরসাইকেল থামিয়ে তল্লাশি করলে একটি ব্যাগে থাকা ৩২ বোতল ফেন্সিডিল উদ্ধার ও মাদক কারবারিকে আটক করে মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্যরা। এসময় তার মাদক কাজে ব্যবহৃত একটি এ্যাপাচি মোটরসাইকেল জব্দ করে পুলিশ।তিনি আরো জানান, মাদক কারবারির সাথে জড়িত এই ব্যক্তিকে আটকের পর শিবগঞ্জ থানায় মাদক মামলা দায়ের করে তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে। পরে আসামিকে আদালতে পাঠানো হয়েছে। এছাড়াও আসামি শাকিলের বিরুদ্ধে ইতিপূর্বে তিনটি মাদক মামলা আছে।

Viewed 850 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!