July 5, 2025

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

কানাডার ৯৭ স্থানে নিয়ন্ত্রণহীন দাবানল, সরিয়ে নেওয়া হলো ২৬,০০ মানুষকে

আন্তর্জাতিক ডেস্ক:

ভয়াবহ দাবানলের কবলে পড়েছে কানাড। এই অবস্থায় পশ্চিম ও মধ্য কানাডার  ২৬ হাজারেরও বেশি লোককে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

কর্মকর্তা এবং দেশটির গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে, নিরাপদ স্থানে সরিয়ে দেওয়াদের মধ্যে ম্যানিটোবা, সাসকাচোয়ান এবং আলবার্টার রাজ্যের লোকজন রয়েছে।

কানাডিয়ান ইন্টারএজেন্সি ফরেস্ট ফায়ার সেন্টার রোববার জানিয়েছে, এ পর্যন্ত কানাডাজুড়ে ১৮৭টি স্থানে আগুন জ্বলছে, যার মধ্যে ৯৭টিকে ‘নিয়ন্ত্রণের বাইরে’ হিসাবে তালিকাভুক্ত করা হয়েছে।

স্থানীয় কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, ম্যানিটোবাতেই ১৭ হাজারের বেশি, সাসকাচোয়ানে ৮ ও আলবার্টায় ১,৩০০ জনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

এমন ভয়াবহ পরিস্থিতিতে সামাজিক যোগাযোগমধ্যাম এক্সে দেওয়া এক পোস্টে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি ফেডারেল ইনসিডেন্ট রেসপন্স গ্রুপকে তলব করেছেন।

তিনি জানিয়েছেন, দেশজুড়ে দাবানল তীব্রতর হচ্ছে, যার ফলে লোকদের অন্যত্র সরিয়ে নেওয়া এবং সামরিক সহায়তার প্রয়োজন হচ্ছে।

কার্নি বলেন, ম্যানিটোবাতে বিমান স্থানান্তরে সহায়তা করার জন্য কানাডিয়ান সশস্ত্র বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে।

তিনি আরও বলেছেন, ফেডারেল সরকার দাবানলে ক্ষতিগ্রস্ত এলাকার জন্য রেড ক্রসকে দেওয়া অনুদানের পরিমাণ বাড়াবে। বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রদেশ এবং আদিবাসী নেতাদের সঙ্গে কাজ করছে।

এদিকে পরিস্থিতি বিবেচনায় ম্যানিটোবা জুড়ে অস্থায়ী কেন্দ্র খোলা হয়েছে। যার মধ্যে মার্কিন সীমান্ত থেকে মাত্র ১২ মাইল দূরে উইঙ্কলারেও একটি কেন্দ্র খোলা হয়েছে। প্রতিবেদন অনুসারে, আগুনের ধোঁয়া দক্ষিণে মার্কিন যুক্তরাষ্ট্রের কিছু অংশেও ছড়িয়ে পড়ছে, যার ফলে উচ্চ মধ্য-পশ্চিম এবং গ্রেট লেকে বায়ু মানের সতর্কতা জারি করা হয়েছে।

এমন পরিস্থিতিতে মার্কিন কৃষি বিভাগ শনিবার এক ঘোষণায় জানিয়েছে, তারা আলবার্টায় সহায়তা করার জন্য একটি বিমান ট্যাঙ্কার এবং ১৫০ জন অগ্নিনির্বাপক কর্মী পাঠিয়েছে।

Viewed 770 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!