July 5, 2025

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

ইরানের ইউরেনিয়াম মজুতকরণের মাত্রা পরমাণু অস্ত্র তৈরির কাছাকাছি

আন্তর্জাতিক ডেস্ক:

ইরান তার সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ আরও অস্ত্র-গ্রেডের স্তরের কাছাকাছি নিয়ে গেছে।  ১৭ মে পর্যন্ত ইরান ৬০ শতাংশ মাত্রায় সমৃদ্ধ ৪০৮ দশমিক ৬ কেজি ইউরেনিয়াম মজুত করেছে।

আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ) এক প্রতিবেদনে এ দাবি করেছে।  খবর এপির।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সঙ্গে গত কয়েক সপ্তাহ ধরে তেহরানের বেশ কয়েক দফা পারমাণবিক আলোচনা হয়েছে। সামনে আরও আলোচনার জন্য যখন দুই দেশ প্রস্তুতি নিচ্ছে, তখন এই প্রতিবেদনে সামনে এলো।

জাতিসংঘের পরমাণু নজরদারি সংস্থাটি জানিয়েছে, ১৭ মে পর্যন্ত ইরান ৬০ শতাংশ মাত্রায় সমৃদ্ধ ৪০৮ দশমিক ৬ কেজি ইউরেনিয়াম মজুত করেছে। পরমাণু অস্ত্র নেই—এমন যেকোনো দেশের ক্ষেত্রে উচ্চমাত্রায় সমৃদ্ধ এই পরিমাণ ইউরেনিয়াম মজুত নজিরবিহীন ঘটনা। ফেব্রুয়ারির সর্বশেষ প্রতিবেদন থেকে এই মজুতের পরিমাণ প্রায় ৫০ শতাংশ বেড়ে ১৩৩ দশমিক ৮ কেজিতে পৌঁছেছে।

আইএইএ’র নতুন এই প্রতিবেদনের বিষয়ে তেহরানের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি বলে এপি জানিয়েছে।

চলতি মাসের শুরুতে তেহরানে এক বক্তৃতায় ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান গুরুত্বপূর্ণ খাতগুলোতে শান্তিপূর্ণ পারমাণবিক প্রযুক্তি ব্যবহারের ইরানের অধিকারের ওপর জোর দিয়েছিলেন। তিনি পুনর্ব্যক্ত করেছিলেন, দেশটি পারমাণবিক অস্ত্র চায় না বা বিশ্বাস করে না।

Viewed 850 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!