July 5, 2025

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

কার্তিকের সঙ্গে বিয়েটা কি হয়েই গেল শ্রীলীলার

বিনোদন ডেস্ক:  তবে একের পর এক বলিপাড়ার তারকা সন্তানদের সঙ্গে নাম জড়িয়েছে তার। সাইফকন্যা সারা আলী খান থেকে জাহ্নবী কাপুর, অনন্যা পান্ডে— কে নেই সেই তালিকায়। এবার দক্ষিণী নায়িকা শ্রীলীলার প্রেমে নাকি হাবুডুবু খাচ্ছেন বলে জোর গুঞ্জন অভিনেতার বিপক্ষে। যদিও মুখে কুলুপ এঁটেছেন বলেছেন কার্তিক। এ আলোচনার মাঝেই আরেক ধাঁধায় দ্বিধা।

সম্প্রতি সামাজিক মাধ্যমে কয়েকটি ছবি ধন্দ তৈরি করে দিয়েছে। ছবিগুলোতে ধরা পড়েছে দক্ষিণী অভিনেত্রী শ্রীলীলার গায়েহলুদের অনুষ্ঠান! সাধারণত যা বিয়ের আগে হয়। এমন কিছু ছবি দেখেই চোখ কপালে সবার। তোলপাড় নায়িকার লীলায়। নেটিজেনদের প্রশ্নের বন্যা— অভিনেতা কার্তিকের সঙ্গেই নায়িকার বিয়ে হচ্ছে তো?

কার্তিক আরিয়ান-শ্রীলীলা কি সাতপাক ঘুরেই ফেললেন? আপাতত এই প্রশ্নের উত্তর হন্যে হয়ে খুঁজছেন দুই তারকার অনুরাগীরা। শ্রীলীলার ছড়িয়ে পড়া সব কটি ছবিতে দেখা গেছে, শ্রীলীলাকে হলুদ মাখানো হচ্ছে। নারী-পুরুষ উভয়ের হাত থেকেই হলুদ মাখছেন তিনি। মুখে সলজ্জ হাসি। নিজের সংস্কৃতি মেনে সেজেছেন অভিনেত্রী। পরনে পেলব নীল আর ঘিয়ে রঙের তৈরি শাড়ি। সঙ্গে হালকা গহনা আর চুলে ফুল। সব মিলিয়ে ঝলমল করছেন শ্রীলীলা। সামনে হলুদ, কুমকুম, পানপাতায় সাজানো একটি রেকাব। সবচেয়ে বেশি নজর কেড়েছে তার কপালের লাল টিপ আর সিঁথির সিঁদুর। যেন এক দেবী রূপে অভিনেত্রী।

অনুরাগ বসুর আগামী ছবিতে প্রথম জুটি বেঁধেছেন কার্তিক-শ্রীলীলা। প্রথম দিন থেকেই জুটির চাহিদা তুঙ্গে। তার ওপরে কার্তিকের মা হবু বউমার মধ্যে যা যা গুণ দেখতে চেয়েছেন, সবকটিই নায়িকার মধ্যে রয়েছে। কার্তিকের বাড়ির একাধিক অনুষ্ঠানে দেখা গেছে শ্রীলীলাকে।

ফলে গায়েহলুদের ছবি ছড়াতেই হুলস্থূল শুরু। নিন্দুকরা যদিও পাল্টা বলছেন— সবটাই নাকি নতুন ছবির প্রচারের স্বার্থে। না হলে ছবি শেষ হতে না হতেই বিয়েরপিঁড়িতে বসার মতো বোকামি করবেন না কার্তিক-শ্রীলীলা।

কিছু অনুরাগীর দাবি— শ্রীলীলার জন্মদিন উপলক্ষ্যে নাকি এই রীতি পালন করা হয়েছে। তবে ইন্টারনেট খুঁজলে জানা যায়, নায়িকার জন্মদিন ১৪ জুন।

ছবিতে দেখানো রীতির সঙ্গে কেউ কেউ উত্তর ভারতীয় রীতির মিল খুঁজে পেয়েছেন। আবার প্রশ্ন উঠছে— যদি গায়েহলুদের অনুষ্ঠানই হয়, তবে সিঁথিতে সিঁদুর কেন? জন্মদিনের অনুষ্ঠানেই বা কেন সিঁদুর পরবেন নায়িকা? অনেক নেটিজেন মনে করিয়ে দিচ্ছেন— দক্ষিণী নারীর চুলে ফুলের সাজ আর অবিবাহিতদেরও কুমকুম বা সিঁদুর ব্যবহারের কথা। যদিও পুরো বিষয়টি ধোঁয়াশায় ঢাকা। একমাত্র কার্তিক কিংবা শ্রীলীলাই পারেন সঠিক জবাব দিতে। তারা কি কথা বলবেন?

Viewed 890 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!