July 5, 2025

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

‘মা’র জন্য কাজলের অপেক্ষা

বিনোদন ডেক্স রিপোর্টঃ  বলিউডের জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম কাজল। মাঝে বিরতি দিয়ে আবারও সিনেমায় নিয়মিত হয়েছেন এ অভিনেত্রী। তার আসন্ন নতুন সিনেমার নাম ‘মা’। এটি একটি হরর সিনেমা।

 

ভারতীয় গণমাধ্যম মতে, এ মুহূর্তে আলোচিত ভারতীয় সিনেমাগুলোর মধ্যে অন্যতম এটি। আইএমডিবি’র রিপোর্টে মুক্তিপ্রতিক্ষীত আলোচিত ১০ সিনেমার মধ্যে রয়েছে কাজলের ‘মা’। এটি একটি পৌরাণিক ভৌতিক সিনেমা, প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ২৭ জুন। এরইমধ্যে সিনেমাটির ট্রেলারও প্রকাশ হয়েছে।

 

আইএমডিবি’র সর্বাধিক প্রত্যাশিত তালিকায় এক নাম্বারে রয়েছে তরুণ মনসুখানির তারকাবহুল সিনেমা কমেডি থ্রিলার ‘হাউসফুল ৫’। এটি ৬ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। এতে অভিনয় করেছেন অক্ষয় কুমার, রীতেশ দেশমুখ, অভিষেক বচ্চন, সঞ্জয় দত্ত, ফারদিন খান, শ্রেয়াস তালপাদে, নানা পাতে। দুই নাম্বারে রয়েছে বিজয় কনকমেডালার দক্ষিণী সিনেমা ‘ভাইরাবাম’। এটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ৩০ মে।

 

তিন নাম্বারে রয়েছে আমির খানের ‘সিতারে জমিন পার’। এটি মুক্তি পাবে ২০ জুন। সিনেমাটি একজন অদ্ভুত বাস্কেটবল কোচের চারপাশে আবর্তিত হয় যাকে প্রতিবন্ধী খেলোয়াড়দের একটি দলকে প্রশিক্ষণ দিতে হয়। সিনেমাটিকে ‘তারে জমিন পার’র সিক্যুয়েল হিসেবে বর্ণনা করা হচ্ছে এবং এতে আমির খান, জেনেলিয়া দেশমুখ এবং দশজন প্রতিভাবান শিশু গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন।

 

চার নাম্বারে রয়েছে মণি রত্নমের ‘থাগ লাইফ’। এটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ৫ জুন। তালিকার পাঁচ নাম্বারে রয়েছে গৌতম তিন্নানুরির ‘কিংডম’। এটি ৪ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। তেলেগু এই অ্যাকশন থ্রিলার সিনেমাটিতে বিজয় দেবেরকোন্ডা প্রধান চরিত্রে অভিনয় করেছেন। ছয় নাম্বারে রয়েছেন স্মীপ কাংয়ের ‘সৌনকান সৌনকানে ২’। এটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ৩০ মে।

 

সাত নাম্বারে আছে কাজলের ‘মা। বিশাল ফুরিয়া নির্মিত এ সিনেমার গল্পটি শয়তানের জগৎ থেকে এক মা-মেয়ের, যারা একটি পুরানো প্রাসাদে চলে যায়। কিন্তু গল্পটি ভয়াবহ মোড় নেয় যখন একটি অতিপ্রাকৃত সত্তা তার মেয়েকে নিয়ে যায়, এবং এখন মায়ের উপর নির্ভর করে যে সে তাকে মন্দের খপ্পর থেকে উদ্ধার করতে পারবে কী না। তালিকায় আট নাম্বারে রয়েছে ‘থ্রিবিএইচকে’। এটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ৪ জুলাই। নয় নাম্বারে রয়েছে ‘হরি হারা বীর মাল্লু’। এটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ১২ জুন। ঐতিহাসিক অ্যাকশন-অ্যাডভেঞ্চার সিনেমাটিতে পবন কল্যাণকে ভিরা মাল্লুর ভূমিকায় দেখা যাবে। তালিকায় দশ নাম্বারে রয়েছে ‘কাঁকজুরা’। এটি ওটিটি প্ল্যাটফর্ম সনিলিভে মুক্তি পেয়েছে গতকাল।

Viewed 2030 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!