যে কারণে হিরো আলমের বিরুদ্ধে মামলা করলেন রিয়া মনি

বিনোদন ডেস্ক: মামলা প্রসঙ্গে রিয়া মনি বলেন, হিরো আলম আমাকে ডিভোর্স দিয়েছে, সে মিডিয়ায় এমন কথা বলে বেড়াচ্ছে। অথচ এখন পর্যন্ত আমি কোনো কাগজ হাতে পাইনি। এখন পর্যন্ত আমি আইনত তার স্ত্রী। আমার খোঁজখবর নেয় না হিরো আলম। তাই দেনমোহর ও ভরণপোষণের জন্য আদালতে মামলা করেছি।
গত ১৭ এপ্রিল দুপুরে বগুড়ার এরুলিয়া এলাকায় নিজ বাড়িতে এক সংবাদ সম্মেলনে রিয়া মনির বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে ধরে তার সঙ্গে সংসার না করার ঘোষণা দেন হিরো আলম। বগুড়া থেকে ঢাকায় ফিরেই রিয়া মনিকে ডিভোর্স দেবেন বলেও জানান হিরো আলম।
সেই সংবাদ সম্মেলনে হিরো আলম অভিযোগ করেন, তার মুমূর্ষু বাবাকে হাসপাতালে রেখে তিনি একমাস ধরে লড়াই করছিলেন। কিন্তু তার স্ত্রী রিয়া মনি একদিনও খোঁজ নিতে আসেনি। এমনকি বাবার মৃত্যুর পর মরদেহ দেখতেও আসেনি। এমন স্ত্রীর সঙ্গে সংসার করতে চান না তিনি।
১৫ এপ্রিল রাতে রাজধানীর একটি সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হিরো আলমের পালক বাবা আবদুর রাজ্জাক মারা যান। ১৬ এপ্রিল বগুড়ার এরুলিয়ায় জানাজা শেষে তাকে দাফন করা হয়।
ওই দিনই নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে রিয়া মনিকে বয়কটের ঘোষণা দেন হিরো আলম।
Viewed 650 times