বগুড়ায় ৭ কেজি গাঁজাসহ কুড়িগ্রামের ২ গাঁজা ব্যবসায়ী গ্রেফতার ও ১ জন পলাতক

ক্রাইম রিপোর্টার,বগুড়াঃ বগুড়া সদর উপজেলা বগুড়া-রংপুর মহাসড়ক টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালের সামনে রাস্তার উপর পূর্ব পাশে রংপুর হতে বগুড়াগামী Hicher ২০.১৬ নামীয় ঢাকা মেট্রো-ট-১৮-৯৪১৭ নং ট্রাক গাড়ী তল্লাশী করে ৭ কেজি গাঁজাসহ ২ জন গ্রেফতার : ১ জন পলাতক ।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বগুড়া ‘ক’সার্কেল, জেলা কার্যালয়, আজ রবিবার ভোর ৫ টায় অভিযান পরিচালনা করে বিভিন্ন Hicher ২০.১৬ নামীয় ঢাকা মেট্রো-ট-১৮-৯৪১৭ নং ট্রাক গাড়ীটি গতিরোধ করে থামাই এবং চালকের আসনে বসা মোঃ এরশাদুল হক (৪৬) (ড্রাইভার) ও ২নং আসামী মোঃ আশিকুর রহমান(২৪) (হেলপার) দ্বয়কে আটক করেন। উক্ত গাড়িটির ড্রাইভারের সীটের পিছনে লুকায়িত অবস্থায় একটি ট্রাভেল ব্যাগের ভেতরে পলিথিনে মোড়ানো ৭ কেজি গাঁজাসহ মাদকদ্রব্য পরিবহনে ব্যবহৃত ট্রাক গাড়ীটি চাবিসহ জব্দনামা মূলে জব্দ করে মামলা দায়ের করা হয়।
আটককৃত ব্যক্তিরা হলেন, মোঃ এরশাদুল হক (৪৬) (ড্রাইভার), পিতা মৃত. উমর আলী, মোঃ আশিকুর রহমান (২৪) (হেলপার), পিতা মোঃ মনিরুজ্জামান, উভয়ের স্থায়ী সাং কৃষ্ণপুর মিয়াপাড়া, ওয়ার্ড নং-৮, থানা-কুড়িগ্রাম সদর, জেলা-কুড়িগ্রাম। মোঃ আব্দুস ছাত্তার (৪৩) (পলাতক), পিতা মোঃ মুসাব্বার আলী, সাং- নাওডাঙ্গা, প্রামানিকটারী, থানা-ফুলবাড়ী, জেলা- কুড়িগ্রাম।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ সনের ৩৬(১) এর সারনির ক্রমিক নং- ১৯(খ) ও ৪১ এবং ২৬(১) ধারায় বগুড়া সদর থানায় দায়ের করা করা হয়েছে।
Viewed 120 times