April 19, 2025

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

বগুড়ার আওয়ামীলীগ নেতা ওপেলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

স্টাফ রিপোর্টারঃ আদালতে দায়েরকৃত একটি জালিয়াতি ও প্রতারণা মামলায় বগুড়ার আওয়ামীলীগ নেতা রায়হান করিম মোঃ শাহরিয়ার আরিফ ওপেল এর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারী করেছেন আদালত। জেলা বগুড়ার অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সদর আমলী আদালতের বিচারক সুকান্ত সাহা আজ রবিবার এ আদেশ প্রদান করেন। আদেশটি বগুড়া সদর থানার ওসি বরাবর প্রেরণ করার নির্দেশও দিয়েছেন আদালত। মামলা সূত্রে জানা যায়, শহরের শেরপুর রোডস্থ সাবেক ২০১৪ দাগে চারতলা এটিএম প্লাজা সংলগ্ন একতলা টিনশেড ভবনটির মালিক ছিলেন সাবেক এমপি ও মন্ত্রী মামদুদুর রহমান চৌধুরী।

বিগত ৪ এপ্রিল ২০১৮ তারিখ তিনি মৃতবরন করেন। তাঁর মৃত্যুর পর ইং ৬ জুলাই ২০২৪ তারিখ আসামী ওপেলসহ অজ্ঞাতনামা আসামীরা এসে ৩০০/- টাকার ননজুডিয়াল স্ট্যাম্পে মামূদুদুর রহমান চৌধুরীর জাল সাক্ষরিত একটি ভুঁয়া ডিড দেখিয়ে বলে, মৃত্যুর পূৃর্বেই মামদুদুর রহমান চৌধুরী তিন কোটি টাকা নিয়ে উক্ত সম্পত্তির ২৯০০ স্কয়ার ফিট জায়গা পজিশন বিক্রয় করে গেছেন। এ কথা বলে আওয়ামীলীগ নেতা উক্ত সম্পত্তি দাবী করে জোরপূর্বক দখলের চেষ্টা করে। উপায়ান্তর না পেয়ে মামদুদুর রহমানের পুত্র যোবায়ের রহমান চৌধুরী গত বছেরর ১৪ আগস্ট আদালতে মামলা দায়ের করেন। অভিযোগটি আদালতের নির্দেশে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) বগুড়ার পুলিশ সুপার তদন্ত শেষে বাদীর অভিযোগের সত্যতা পেয়ে আাসামী রায়হান করিম মোঃ শাহরিয়ার আরিফ ওপেলের বিরুদ্ধে আদালতে তদন্ত রিপোর্ট দাখিল করেন। আদালত তদন্ত রিপোর্টের ভিত্তিতে উক্ত ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়ায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারীর নির্দেশ দেন। মামলাটির বাদী পক্ষের আইনজীবী এ্যাড. আবু বকর সিদ্দিক (৩) জানান, মামলাটি তদন্তকালে
পিবিআই জানতে পারেন, আসামী ৩০০ টাকার ননজুডিয়াল যে স্ট্যাম্পগুলোতে মামদুদুর রহমান চৌধুরীর স্বাক্ষর জাল করে যে ভুঁয়া ডিড সৃষ্টি করেছিলেন উক্ত ডিড অভিযোগ তদন্তকালে আসামীপক্ষ পুলিশের নিকট দাখিল না করায় জালিয়াতির অভিযোগ থেকে তাঁকে বাঁচানোর চেষ্টা করা হয়। আদালত বিষয়টি জানার পর, জালিয়াতি, প্রতারণা ও আত্মসাৎ এর ধারায় আাসামীকে অভিযুক্ত করে গ্রেফতারী পরোয়ানার নির্দেশ দেন।

Viewed 120 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!