বগুড়া হাসপাতাল থেকে হাতকড়াসহ পালিয়ে যাওয়া আসামি কমল গ্রেফতার : হাতকড়া উদ্ধার

ক্রাইম রিপোর্টার,বগুড়াঃ (হাতকড়াসহ পলাতক আসামী শাহাদত হোসেন কমলকে পালিয়ে যাওয়ার জন্য সহায়তাকারী শহরের মালতি নগরের সাকিলের হেফাজত থেকে, জেলা ডিবি কর্তৃক হাতকড়া উদ্ধার।)
বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পুলিশ হেফাজত থেকে হাতকড়াসহ পালিয়ে যাওয়া আসামি শাহাদাত হোসেন কলম (৩৪) গ্রেফতার। আদমদীঘি থানা পুলিশ নওগাঁ থেকে গ্রেফতার করেছে। গত বৃহস্পতিবার দুপুরে পালিয়েছিল।
কর্তব্যরত দায়িত্ব অবহেলার কারণে বগুড়া পুলিশ লাইনসের রিজার্ভ পুলিশের সহকারী উপপরিদর্শক এ,এসআই, মফিজুল ও কনস্টেবল জাকিরুলকে ক্লোজড করা হয়।
সত্যতা নিশ্চিত করেন, অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া ও ট্রাফিক) সুমন রঞ্জন সরকার, দায়িত্বে অবহেলার জন্য ২ পুলিশ সদস্যকে ক্লোজড করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো: মোস্তফা মঞ্জুরকে প্রধান করে একটি বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হয়।
Viewed 100 times