বগুড়ায় জমিজমার নির্মাণাধীন বাড়ি ভাঙচুরের ঘটনায় : থানায় অভিযোগ

স্টাফ রিপোর্টারঃ বগুড়া সদর উপজেলার ১৫ নং ওয়াডের হাজীগাড়ি জমিজমার দ্বন্দ্বের জেরে ৫০-৬০ জনের একটি সঙ্ঘবদ্ধ দল সোমবার দুপুরে নির্মাণাধীন বাড়িতে হামলা চালিয়ে সম্পূর্ণ বাড়ি ভাঙচুর করে। এ ঘটনায় আরিফ সরকার বাদি হয়ে সদর থানায় একটি লিখত অভিযোগ দায়ের করে।
অভিযোগ সূত্রে জানা যায়, শহরের চকসুত্রাপুর চামড়া গুদাম এলাকার আরিফ সরকার (৩০), পিতা মোঃ আবুল সরকার। নির্মাণাধীন বাড়ির জমির নিয়ে ইতিপূর্বে উপশহর পুলিশ ফাঁড়ি ও বগুড়া সদর থানায় অভিযোগের পরিপ্রেক্ষিতে তারা জমির কোন কাগজপত্র দেখাতে না পাওয়ায় সংশ্লিষ্ট কর্মকর্তারা আমাকে আমার জায়গায় বাড়ি নির্মাণের কথা জানান। আমার বাড়ি নির্মাণ কাজ শেষ করে এখন চালা দেয়ার প্রস্তুতি নিচ্ছিলাম।
সোমবার দুপুরে উল্লেখিত ব্যক্তিরাসহ ৫০-৬০ জনের একটি সঙ্ঘবদ্ধ দল আমার নির্মাণাধীন বাড়িতে হামলা চালিয়ে সম্পূর্ণ বাড়ি ভেঙ্গে ফেলে দেয়। নিরূপায় হয়ে জাতীয় জরুরী সেবা ৯৯৯ ফোন করে প্রশাসনিকভাবে সাহায্যের আবেদন জানাই। উপশহর পুলিশ ফাঁড়ি ঘটনাস্থল পরিদর্শন করেন।
নির্মানাধীন বাড়িতে হামলাকারীরা হলেন , মোঃ রাজু মন্ডল (৪০), পিতা মোঃ মোখলেছার রহমান, মোঃ মোখলেছার মন্ডল (৫৮), পিতা মৃত হুরমত আলী, মোঃ সিরাজ মন্ডল (৫৬), পিতা মৃত হুরমত আলী মন্ডল, সকলের সাং পালশা হাজিগাড়ি, মোঃ বুলবুল (৩৫), পিতা মোঃ আব্দুল মজিদ (বুলু), মোঃ আব্দুল মজিদ বুলু, পিতা মৃত মোবারক আলী, সকলের সাং বিদুৎ নগড়, মোঃ সাজু মন্ডল (৩৮), পিতা মোঃ মোখলেছার মন্ডল, মোঃ রকি (২৫), পিতা মোঃ আবু সালেক, সকলের পালশা হাজিগাড়ি, মোঃ মিলন (৩৬), পিতা মৃত আব্দুল হাই, সাং বাদুরতলা, উভয়ের থানা সদর। অভিযোগ সূত্রে আরও জানা যায়, সদর উপজেলার পালশা হাজিগাড়ী গ্রামস্থ ঘটনাস্থল গত ৬ মাস আগে আনোয়ার দিং এর কাছ থেকে ২ শতক জায়গা ক্রয়করি, তারপর ওই জায়গায় বাড়ি করি, বাড়ি করার কারনে বিবাদীগন আমার জায়গায় গিয়ে বাড়ি ঘর ভাংচুর করে। বাড়ি ভাঙচুর কারন জানিতে চাহিলে, সকল বিবাদীগন আমাকে অকাথ্যা ভাষায় গালিগালাজ করে, নিষেধ করিলে, উক্ত বিবাদী আমাকে মারপিঠ করার জন্য উত্তেজিত হয়ে পরে, তারপর উক্ত বিবাদী আমাকে ও আমার পরিবারের লোকজনকে বিভিন্ন ধরনের ভয়ভিতী, প্রান নাশের হুমকি প্রদান করে। কোন সময় যে, কোন ধরনের ক্ষতি করিবে বলিয়া জানায়। উপরোক্ত ঘটনার বিষয়ে উপরোক্ত জমির বিবরনঃ মৈাজা-পালশা, জেএল নং-৭৯, সাবেক দাগ নং-২৮৯৭, হালদাগ নং-২৩০২, জমির পরিমান ২৮ শতক এর কাতে ২ শতক ভিটা।
এবিষয়ে বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
Viewed 160 times